নিউজ ডেস্ক : হাওড়া শরৎ সদনে গীতাঞ্জলি সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল হাওড়া রত্ন ২০২১।। গীতাঞ্জলি সংস্থার পক্ষ থেকে হাওড়ার বুকে জন্মেছেন এবং দেশের নাম যারা উজ্জ্বল করেছেন তাদেরকে আজ সম্মানিত করা হলো।। তিনটি মূল বিভাগে সম্মান প্রদান করা হলো।
হাওড়া শ্রী, হাওড়ার গর্ব, এবং হাওড়া শ্রেষ্ট সম্মানে।।
সমগ্র অনুষ্ঠানের অন্যতম আয়োজক গীতাঞ্জলি সংস্থার সুব্রত সিনহা জানান, তাদের এই প্রয়াস টি খুবই ক্ষুদ্র।।দেশের নাম যারা উজ্জ্বল করেছেন এবং তার সাথে হাওড়া জেলার নাম যারা উজ্জ্বল করেছেন তাদেরকে হাওড়া রত্ন ২০২১ সম্মানে সম্মানিত করার জন্য আমরা অত্যন্ত গর্বিত।।
অন্যান্যদের মধ্যে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরূপ রায়,সুভাষ দত্ত, বিধায়ক নন্দিতা চৌধুরী, বিধায়ক রানা চ্যাটার্জি, বিধায়ক কল্যান ঘোষ , বিধায়ক গৌতম চৌধুরী , বিধায়ক প্রিয়া পাল প্রমুখ।।
হাওড়া রত্ন সম্মানে যারা ভূষিত হলেন তাদের মধ্যে অন্যতম হলেন লেখক মণিশংকর মুখার্জি, প্রাক্তন ফুটবলার সমর বদ্রু ব্যানার্জি, ডাক্তার পার্থ প্রতিম সেন, ডক্টর দেবাশীষ সান্যাল,ATN বাংলার কর্ণধার তপন রায়, হাওড়া ILS হসপিটাল এবং আরো অনেক বিশিষ্ট ব্যক্তিরা।।
এই সম্মানে ভূষিত হয়ে সমস্ত গুণীজনেরা রীতিমতন ভাবেই মুগ্ধ একথা তাদের বক্তৃতায় স্পষ্ট।।
ছবি : স্বপন মাহাতো
0 Comments