Header Ads Widget

Responsive Advertisement

News Today ! অষ্টম বছরে পদার্পণ করল ডিজিম্যাক্স ক্রিয়েশন


নিউজ ডেস্ক,কলকাতা, ফেব্রুয়ারি,২০২২:-
অষ্টম বছরে পা রাখলো ডিজিম্যাক্স ক্রিয়েশন।এদিন কেক কাটিংয়ের মাধ্যমে চললো দেদার সেলিব্রেশন।ডিজিম্যাক্স ক্রিয়েশনের কর্ণধার হলেন অরুনিমা দে।


অরুনিমা শুধু একজন প্রযোজক নন,পরিচালক এবং চিত্রনাট্যকার ও।এখনও পর্যন্ত তাঁর শেষ মুক্তি প্রাপ্ত ছবি হল 'তুমি ও তুমি'।ছবিটি মুক্তি পেয়েছিল ২০২০ সালের ১৭ই জানুয়ারি।পুরুষ শাসিত সমাজে একজন নারীর জীবনের বিভিন্ন পর্যায়ের দ্বন্দ্বকে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল এই ছবির চিত্রনাট্য।গল্পটিতে বলা হয়েছে একজন লেখকের দৃষ্টিকোণ থেকে।যিনি তার নিজের গল্প বর্ণনা করেছেন।




এটি তিনজন সংগ্রামী নারী গুঞ্জন, সিন্দুর এবং আশালতার জীবন বর্ণনা করে,যারা তিনটি ভিন্ন প্রজন্মের এবং ভারতীয় সমাজে নারীর ক্ষমতায়নের প্রকৃত অর্থ তুলে ধরে।এই ছবিতে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়,লিলি চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী সহ অন্যান্যরা।এরপর করোনা সংক্রমণের জেরে ক্ষতিগ্রস্ত হয় চলচিত্র জগৎ।প্রয়াত হয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও।শীঘ্রই নতুন প্রজেক্টের নাম ঘোষণা করতে চলেছেন অরুনিমা।

যদিও এখন থেকে সে বিষয়ে বলতে নারাজ তিনি।কারণ নতুন বছরে প্রযোজনা সংস্থার অষ্টমতম জন্মদিনে ফের নতুন করে কাজ শুরু করতে চান অরুনিমা।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার অরুনিমা দে,সংগীত পরিচালক পণ্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায়,অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী,আইসিসিআর এর গৌতম দে,বিষ্ণু আগারওয়াল,কিরিত প্যাটেল সহ অন্যান্যরা।



সব মিলিয়ে ডিজিম্যাক্স ক্রিয়েশনের অষ্টম জন্মদিন যে জমজমাট হয়ে উঠেছিল,তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখেনা।

Post a Comment

0 Comments