Header Ads Widget

Responsive Advertisement

News Update ! বার্বিকিউ নেশনের ১৬৮তম আউটলেট কলকাতায়


ডিজিটাল ডেস্ক,কলকাতা,২০২২:
কলকাতার অ্যাক্রপলিস মলে বার্বিকিউ নেশন তার ১৬৮ তম আউটলেট চালু করে দিল।। একসঙ্গে এই রেস্তোরায় ১২০জন বসতে পারবে।।চারতলার উপর ৪৫০০ হাজার স্কয়ারফুট বিস্তৃত। ঢালাও বাফের হাতছানি। আমিষ নিরামিশের হাজারও পদ।
সবরকম খাবার একই ছাদের নিচে। খাওয়ার মধ্যে আছে ,মেক্সিকান মরিচ,গার্লিক ফিস,হট গার্লিক চিকেন উইংস, তন্দুরি টেংরি, শিক কাবাব, কোস্টাল বারবিকিউ চিংড়ি, ওক টসড সিক কাবাব, মতি মাশরুম, পুরি কাবাব, মধু,তিল,দারচিনি, আনারসের শুদ্ধ নিরামিষ তালিকা। তার সাথে আছে সবার জিভে জল নিয়ে আসা সুস্বাদু ফুচকা।
আমিষ অনুরাগীদের জন্য আছে চিকেন দম বিরিয়ানি, রাজস্থানী লাল মাংস, দম মূর্গ। যারা নিরামিষ খেতে ভালোবাসেন তাদের জন্য থাকছে পনির মাখন মাসালা, মেথি মটর মালাইকারি, ডাল ই দম, ভেজ দম বিরিয়ানি ইত্যাদি।।
লাইভ কাউন্টারে থাকছে চিল্ড ক্রিসপি পুরী, পালক চাট, মার্গারিটা পিজ্জা, কিমা পাভ, চিকেন ও মাটন সিক কাবাব।।
মিষ্টি মুখের জন্য থাকছে চকলেট ব্রাউনি, রেডভেলভেট পেস্ট্রি, অঙ্গুরি গুলাব জামুন, কেশরী ফিরনি,হরেক রকমের কুলপি ও আইস্ক্রিম।।
পরিষেবার প্রথমদিন উদ্বোধনের দায়িত্ত্ব পেল এঞ্জিও কিডস অফ দ্যা রিফিউজ এর এক ঝাঁক কচিকাঁচা।।
বার্বিকিউ নেশন হসপিটালিটি লিমিটেডের পূর্বাঞ্চলের ভাইস প্রেসিডেন্ট সুমন মুখার্জি বললেন গ্রাহকদের তৃপ্তি দিতে আমরা অঙ্গীকারবদ্ধ।।
বারবিকিউ নেশন ভারত বর্ষ সহ সারাবিশ্বে মোট ১৬৪ টি আউটলেট খুলেছে।। এখানে চৌদ্দশ টাকা রয়েছে দুজনের লাঞ্চ এবং ডিনারের বুফের সুযোগ ।। গত ১৬ বছর এই সংস্থা নিজেদের এক জায়গায় ধরে রেখেছে।।

Post a Comment

0 Comments