Header Ads Widget

Responsive Advertisement

News Update ! সাউথপয়েন্ট স্কুলের প্রাক্তনীদের পয়েন্টার্স বিজনেস ফোরাম (পিবিএফ) এক্সপো ২০২২


ডিজিটাল; কলকাতা, এপ্রিল, ২০২২:
পয়েন্টার্স বিজনেস ফোরাম (পিবিএফ) অফবিট-এর উদ্যোগে সাউথ পয়েন্ট স্কুলের ৪০০ প্রাক্তনীরা একসাথে এক এক্সপো আয়োজন করেছে।

এক্সপোর শীর্ষক "দ্য ডায়ালগ: বিজনেস বিয়ন্ড বাউন্ডারিজ - এসেনশিয়ালস ফর সুপারচার্জড গ্রোথ"।

বিভিন্ন সময়ের প্রাক্তনীর আর বর্তমানে যারা বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত তাদের সেই ব্যবসার পসরা নিয়ে হাজির ছিলেন।


পয়েন্টার্স বিজনেস ফোরাম এক্সপো 2022 এর উদ্বোধন করেন: কৃষ্ণ দামানি, ট্রাস্টি ও সেক্রেটারি, সাউথ পয়েন্ট এডুকেশন সোসাইটি এবং ভাইস চেয়ারম্যান, সাউথ পয়েন্ট হাই স্কুল এবং এতে উপস্থিত ছিলেন: ডঃ সুবর্ণ বোস। চেয়ারম্যান এবং সিইও IIHM এবং Indismart Group Worldwide এবং CEO, International Hospitality Council, London & PBF সদস্য; দেবাঞ্জন চক্রবর্তী, ডিরেক্টর ব্রিটিশ কাউন্সিল পূর্ব ও উত্তর-পূর্ব ভারত; আদ্রিস চক্রবর্তী, LykStage এর প্রতিষ্ঠাতা এবং PBF সদস্য; অনির্বাণ কুমার মুখোপাধ্যায়, পরিচালক- হেরিটেজ বেঙ্গল গ্লোবাল ও পিবিএফ সদস্য; ডঃ সঞ্জুক্ত ঘোষ, শৈল্পিক পরিচালক, SOAS South Asian Institute, University of London;  সন্দীপ চৌধুরী, বিনিয়োগ প্রধান, ব্রিটিশ ডেপুটি হাই কমিশন, কলকাতা;  দীপক প্রামাণিক, প্রতিষ্ঠাতা এবং প্রধান কৌশল কর্মকর্তা, AIDIAS কনসাল্টিং গ্রুপ;  ডাঃ সপ্তর্ষি বসু, বিশিষ্ট কনসালটেন্ট চিকিত্সক;  মৈত্রেয়ী মল্লিক।  স্বাস্থ্যসেবা উদ্যোক্তা এবং পিবিএফ সদস্য;  রাজ অধিকারী, প্রেসিডেন্ট-সিইও- জাপান শিক্ষা কেন্দ্র এবং তথ্য ও পিবিএফ সদস্য;  ডঃ অর্ণব বসু, সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও, ইয়াঞ্চা পজিটিভ প্যারেন্টিং এলএলপি এবং পিবিএফ সদস্য;  প্রদীপ চোপড়া, ডিরেক্টর, পিএস গ্রুপ;  সঞ্জয় গুহ, প্রতিষ্ঠাতা-সিইও, অ্যাকুইস্ট গ্লোবাল এবং পিবিএফ সদস্য;  অতীন দত্ত, পরিচালক এবং ট্রাস্টি জর্জ টেলিগ্রাফ গ্রুপ;  সন্দীপ সেনগুপ্ত, পরিচালক - ভারতীয় স্কুল অফ এন্টি হ্যাকিং আঞ্চলিক কমিটির সদস্য - নাসকম;  অজন্তা চক্রবর্তী, প্রখ্যাত সাংবাদিক;  জ্যাক গিলিংহাম, বিজনেস ম্যানেজার - ভারত ও এমইএ, বার্কলে গ্রুপ পিএলসি., ইউকে;  অজয় ওয়াধওয়া, এমডি, ইন্দো - রামা গ্রুপ;  সুপর্ণা পাঠক, বিশিষ্ট প্রবীণ সাংবাদিক;  অর্না সিল, সোশ্যাল ডেভেলপমেন্ট কনসালটেন্ট, প্রারম্ভিক শৈশব উন্নয়ন বিশেষজ্ঞ এবং আরও অনেকে। এদের মধ্যে অনেকে ছিলেন সশরীরে এবং অনেকের ছিল  ভার্চুয়াল উপস্থিতি। 


পয়েন্টার্স বিজনেস ফোরামের (পিবিএফ) সদস্যরা সারা বিশ্বে নিজ নিজ ক্ষেত্রে ব্যবসা  এবং স্বাধীন পেশাদার গোষ্ঠী হিসেবে কাজ করেন । সাউথ পয়েন্ট হাই স্কুলের প্রাক্তনীরা যারা সারাবিশ্বে ছড়িয়ে রয়েছেন, প্রায়  ৪০০ জন প্রাক্তনী এই অনুষ্ঠানে সশরীরে এবং ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জর্জ টেলিগ্রাফ গ্রুপের পরিচালক অতীন দত্ত বলেন , স্কুলের বেশিরভাগ  প্রাক্তন ছাত্রদের সংগঠন আছে  আমাদের পয়েন্টার বিজনেস ফোরামে। মহামারী চলাকালীন একে অপরকে সাহায্য করার জন্য এবং পাশে থাকার জন্য খোলা হয়েছে । এটি প্রাক্তন পয়েন্টারদের একত্রিতকরণ যাদের নিজস্ব ব্যবসা রয়েছে অথবা যাঁরা স্বাধীন পেশাদার। ৪০০ জন বেশি  সদস্য নিয়ে এই ধরনের প্রথম চেম্বার অফ কমার্স গঠন করে নতুন দিশা দেখালো। তিনি আরও বলেন সর্বোপরি সাউথ পয়েন্টের মধ্যেও এই প্রথম, যে বিশ্বব্যাপী প্রাক্তন ছাত্রদের সংগঠন জাপান, গ্রেট ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং সর্বোপরি সমগ্র ভারত থেকে একটি ইভেন্টকে সফল করার জন্য হাত মিলিয়েছে। এটি অবশ্যই একটি সার্থক সূচনা।
আগামী দিনে প্রাক্তনীদের নিয়ে আবারও ধরনের এক্সপো করার চিন্তাভাবনা করছেন অতীন বাবু। 
তিনি আরো জানান আমাদের এই ধরনের প্রচেষ্টা প্রথম। আগামী দিনে আরো বেশি করে স্কুলের প্রাক্তনীদের আমরা সাথে পাবো এই আশা রাখছি।

Post a Comment

0 Comments