ডিজিটাল ডেস্ক,কলকাতা:- সামনেই বাংলার নববর্ষ ১৪৩০। আর এই নববর্ষের দিনে মিউজিক লাভারস অ্যাসোসিয়েশনের আহ্বানে আগামী ৩১শে চৈত্র (শুক্রবার) ১৪২৯ বৈকাল ৩ঘটিকা হইতে সন্ধ্যা ৮ঘটিকা পর্যন্ত – সুবর্ণ বণিক সমাজ হল,৪৭ গণেশ চন্দ্র এভিনিউ,কলকাতা ১৩,এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে।
এই বর্নাঠ্য অনুষ্ঠান বাঙালিয়ানা ও বাংলার ঐতিহ্য বজায় রেখে কলকাতার বিশিষ্ট কলাকুশলীদের নিয়ে আয়োজন করা হয়েছে।
এই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনে শুভঙ্করের অক্লান্তিক প্রচেষ্টায় গড়ে ওঠা মিউজিক লাভারস এ্যাসোসিয়েশন। এই অনুষ্ঠানে উপস্থাপন হবে সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য।
অতিথি রূপে উপস্থিত থাকবেন বিভিন্ন সম্প্রদায়ের সম্ভ্রান্ত ও সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি বর্গ। সমস্ত কাজের ব্যাবস্থাপনায় ও যোগাযোগে আশীষ দাস ও বাদল সরকার। অনুষ্ঠান সার্থক করতে সকল সদস্য ও সদস্যা বৃন্দ মিউজিক লাভারস এ্যাসোসিয়েশন কলকাতা ।
0 Comments