ডিজিটাল ডেস্ক:- ঋজিতা চ্যাটার্জি-র প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং 'দ্য স্টেজ ডোর'-এর ছত্রছায়ায় যাদবপুরের রিজেন্ট এস্টেট-এ শুরু হল তিন মাসের 'থিয়েটার ওয়ার্কশপ'।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ঋজিতা চ্যাটার্জি জানিয়েছেন, "কাল এবং দেশের গণ্ডি-কে জয় করতে না পারলে থিয়েটার-এর বিজয় যাত্রা থমকে যেতে বাধ্য।"
ঋজিতা শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ার ফাঁকে সাক্ষাৎকার দিতে গিয়ে জানান, "যে কোনো থিয়েটারের সফলতা নির্ভর করে দুটো বিষয়ের উপর। শিল্পীর সাফল্য নির্ভর করে তার প্রশিক্ষণ ও অধ্যাবসায়ের উপর এবং থিয়েটার-এর সামগ্রিক সফলতা নির্ভর করে অভিনেতা অভিনেত্রীদের কর্মকুশলতার উপর। তাই ওয়ার্কশপের গুরুত্ব অপরিসীম।" সকল সাংবাদিক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা আজ এসছেন এই থিয়েটার ওয়ার্কশপ কভার করার জন্য।
ছবি - রণেশ বিশ্বাস
0 Comments