ভারতীয় রেলওয়ে মাল গোদাম শ্রমিক ইউনিয়ন ( বি আর এম জি এস ইউ) র সর্বভারতীয় সভাপতি ড: পরিমল কান্তি মন্ডল মহাশয় ও কেন্দ্রীয় কমিটির সদস্য বৃন্দ আজ রাজস্থানের কোটায় লোকসভার স্পীকার শ্রী ওম বিরলার সঙ্গে দেখা করেন এবং মাল গোদাম শ্রমিক দের ব্রিটিশ শাসন কাল থেকে বঞ্চনা ও দুর্দশার ব্যাপারে অবগত করেন।
এযাবৎ কাল বি আর এম জি এস ইউ মাল গোদাম শ্রমিক দের জন্য যেসব কাজ করেছেন, যেমন, প্রতিটি গুডসেডে পানীয় জল, স্নানাগার, বিশ্রামাগার, সৌচালয় স্থাপনের জন্য রেল দফতরের অনুমোদন। শ্রমিক দের জন্য ১ লক্ষ্য টাকার বীমা, ২০ হাজার টাকার স্বাস্থ্য বীমা, ২ হাজার টাকার মৃত্যু কালীন ভাতা।
রেল ভবনে ব্যাংক একাউন্ট খোলার এবং অবসরকালীন সময়ে এক কালীন ৮ লক্ষ্য টাকা অনুদান, অটল পেনসন যোজনার আওতায় মাসে ৪ হাজার টাকা পেনসন ও আরও ২ লক্ষ্য টাকার বীমার ব্যবস্থা করা হয়েছে।
স্পীকার সাহেব ইউনিয়নকে আশ্বাস দেন যে,তিনি বিষয়টি নিয়ে শ্রম মন্ত্রক ও রেল মন্ত্রকের সঙ্গে আলোচনা করবেন।
0 Comments