ডিজিটাল ডেস্ক:- বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোর - কিশোরীদের প্রশিক্ষণ কেন্দ্র 'তুলির টানে' র পঁচিশতম বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন হলো। ২৪ এপ্রিল সোমবার , দক্ষিণ কলকাতার মধুসূদন মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন ও সাধারণ মিলিয়ে , সংস্থার মোট ৭৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
👇👇👇👇 ক্লিক করে ভিডিও টা দেখুন
"তুলির টানে" র অধ্যক্ষা নূপুর মুখার্জি বলেন , বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আলাদা করে না রেখে , সাধারণ শিশুদের সঙ্গে সমান তালে পা ফেলার জন্য তাদের সহায়তা করা উচিত।
রবীন্দ্রসঙ্গীত ও নৃত্যের পাশাপাশি ওড়িশি , ভরতনাট্যম , কত্থক এবং আধুনিক , পল্লীগীতি ও মার্গসঙ্গীতের সমাবেশে এই অনুষ্ঠান হয়ে উঠেছিল বর্ণময়।
'তুলির টানে' র বার্ষিক এই অনুষ্ঠান বিশিষ্ট চিত্র সাংবাদিক প্রয়াত রণি রায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উৎসর্গ করা হয়।
সমগ্র অনুষ্ঠানটির পরিচালনা করেছেন শ্রীপর্ণা অ্যাডি।তবলা এবং কী-বোর্ড অভিক চ্যাটার্জি এবং দল।স্টিল ফটোগ্রাফি এবং ভিডিও মৃত্যুঞ্জয় রায় এবং টিম।গ্রিন রুম ম্যানেজমেন্ট সেন্দ্রিলা সেনগুপ্ত, কণিকা সরকার, শর্মিলা দাস, বর্ষা সাহা, রিনা দত্ত, বসুমতি মাঝি।হল পরিচালনা শ্রী দেবাশিস মুখোপাধ্যায় এবং দল।নুপুর মুখার্জি দ্বারা সংগঠিত সম্পূর্ণ অনুষ্ঠান।
0 Comments