ভারতীয় রেলওয়ে মাল গোদাম শ্রমিক ইউনিয়নের ( বি আর এম জি এস ইউ) সর্বভারতীয় সভাপতি ড: পরিমল কান্তি মন্ডল মহাশয়ের অনুপ্রেরণায় আজ শিয়ালদহ ডি আর এম অফিসে মাল গোদাম শ্রমিক দের বিভিন্ন ধরনের সূযোগ সুবিধা ও দাবি দাওয়া যা এই ইউনিয়নের আন্দোলনের মাধ্যমে রেল দফতর অনুমোদন করেছেন।
সেই সমস্থ দাবি যেমন পানীয় জল, বিশ্রামাগার, সৌচালয়, স্নানাগার, পর্যাপ্ত লাইট,মাল ওঠানামা করার উপযুক্ত পরিবেশ ইত্যাদি দ্রুত কার্যকর করার জন্য সংগঠনের সর্বভারতীয় সহ সভাপতি শ্রী ইন্দুশেখর চক্রবর্তী, কেন্দ্রীয় অফিস ইনচার্য শ্রী জয়ন্ত হালদার, কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী সম্বিক নিয়োগী, পলাশ হালদার, পার্থ প্রতিম ঘোষ, নিরুপমা চক্রবর্তী র নেতৃত্বে আজ শিয়ালদহ স্টেশনের ৫ নং প্লাটফর্ম থেকে একটি মিছিল করে প্রায় ৪০০ শ্রমিক ডি আর এম অফিসে যান এবং লিখত ভাবে পাস হওয়া দাবিগুলি দ্রুত কার্যকর করার জন্য অনুরোধ করেন।
এ ডি আর এম শ্রী এস এস প্রিয়দর্শী এই শ্রমিকদের সমস্যা সমাধানের দ্রুত কার্যকর করার জন্য কথা দেন এবং শ্রমিকদের সর্বতোভাবে সহযোগিতার আস্বাস দেন।
0 Comments