Header Ads Widget

Responsive Advertisement

meesho ! মিশো'র সাথে পশ্চিমবঙ্গের ৪০ হাজার ক্ষুদ্র ব্যবসা যুক্ত

ডিজিটাল ডেস্কঃ  পশ্চিমবঙ্গের ৪০ হাজার ক্ষুদ্র ব্যবসা তাদের প্ল্যাটফর্মে নাম নথিভুক্ত করেছে বলে জানাল মিশো। 

গত বছরগুলিতে অনেক ছোট, ক্ষুদ্র ও মাঝারি সংস্থা মিশো'র সঙ্গে যুক্ত হয়েছে। তারা শূন্য কমিশন ভিত্তিতে কাজ করে। সারা দেশজুড়ে মিশো ক্ষুদ্র ব্যবসাকে নানাভাবে সহায়তা করে আসছে। 

বিশেষ করে টায়ার ২ ও ৩ শহরে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ৫০ শতাংশের কাছাকাছি মিশো বিক্রেতা টায়ার ২ শহরে ব্যবসা করছে। ভারতে সংস্থার ১ মিলিয়ন বিক্রেতা রয়েছে। 

মোট ১.১ মিলিয়ন সেলার যুক্ত রয়েছে এই প্ল্যাটফর্মে। মিশোর চিফ ফিনান্সিয়াল অফিসার ধীরেশ বনসল বলেন, ক্ষুদ্র ব্যবসার অগ্রগতির জন্য এই প্ল্যাটফর্ম গড়ে তুলেছে মিশো। 

ভারতের ই-কমার্স ব্যবসার উন্নতির জন্য তারা এই পদক্ষেপ গ্রহণ করেছে। উন্নত প্রযুক্তি ও কম খরচে সারা ভারতে পরিবহণের ব্যবস্থাও রয়েছে। তৃতীয় পার্টি লজিস্টিক প্রোভাইডারের মাধ্যমে সংস্থা পণ্য পরিবহু করে থাকে। 

অফলাইন থেকে অনলাইন পদ্ধতিতে ব্যবসা বৃদ্ধির জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ৩০-এর বেশি ক্যাটেগরিতে ১০০ মিলিয়নের বেশি পণ্য রয়েছে।

Post a Comment

0 Comments