নিউজ ডেস্ক, কলকাতা:- ব্যাঙ্গালোরের এক অভিজাত হোটেল সদ্যই অনুষ্ঠিত হয়ে গেল, ২৪ তম ব্যাঙ্গালুরু ফ্যাশন উইক। অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কলকাতার নামী ফ্যাশন ডিজাইনার ইরানি মিত্র। ফ্যাশন শো এ ইরানির তৈরি পোশাক পরে মডেলদের পারফরম্যান্স, সকলের চোখ ধাঁধিয়ে দিয়েছে। এই অনুষ্ঠানের জন্য ইরানি মিত্র ১৫ রকম ডিজাইন শোকেস করেছিলেন। এর মধ্যে চারটি ছিল পুরুষদের কালেকশন এবং এগারোটি মহিলাদের কালেকশন। অনুষ্ঠানে সোপার্স্টপ হিসেবে উপস্থিত ছিলেন ইরানি মিত্রের ব্র্যান্ড মডেল জয়শ্রী মজুমদার। জয়শ্রী শো এর শেষে ডিজাইনারের সঙ্গে মঞ্চে হাঁটেন। এদিন ইরানি মিত্র পুরুষদের জন্য নতুন একটি ডিজাইন লঞ্চ করেন। নতুন কালেকশনটি হল মেল বডি হাইলাইটিং পাঞ্জাবি।
ইরানি মিত্রের কথায়, 'এবার থেকে শুধু মহিলারা নয়, পুরুষেরা ও পোশাকের মাধ্যমে নিজেদের হাইলাইটই করতে পারেন। সেই সঙ্গে এদিনের আকর্ষণ ছিল আলুমিনিয়ামের বিভিন্ন নেকপিস। এছাড়া ও ছিল ইরানি মিত্র এক্সক্লুসিভ ডিজাইনের লেহেঙ্গা এবং হাতে আঁকা জোড়দৌসি শাড়ি। এই অভিনব কালেকশন গুলি ব্যাঙ্গালোর ফ্যাশন উইকে প্রশংসিত হয়েছে। চারদিন ধরে ইরানির পোশাক গুলি রাখা হয়েছিল স্টোরে। ফটোগ্রাফির দায়িত্ব সামলেছেন ধীরাজ চুকে অনিল কুমার।
0 Comments