Header Ads Widget

Responsive Advertisement

News A Bangla ! বি আর এম জি এস ইউ র রাজ্য সন্মেলন অনুষ্ঠিত হলো রাঁচিতে


রাঁচি,অক্টোবর, ২০২৩ :-

ভারতীয় রেলওয়ে মাল গোদাম শ্রমিক ইউনিয়ন( বি আর এম জি এস ইউ) র পরিচালনায় এক বিরাট রাজ্য সন্মেলন অনুষ্ঠিত হলো রাঁচির লেক গার্ডেন ব্যাঙ্কুয়েট হলে।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি আর এম জি এস ইউ"র সর্বভারতীয় সভাপতি,যেড আর ইউ সি সি মেম্বার (রেল মন্ত্রালয়), টি এ সি মেম্বার (টেলিকম এডভাইসরি মেম্বার), এফ সি আই মেম্বার (ভারত সরকার), ড: পরিমল কান্তি মন্ডল, বিশেষ অতিথি ছিলেন রাঁচির প্রাক্তন ডেপুটি মেয়র শ্রী বলরাম কুমার , এ ছাড়াও উপস্থিত ছিলেন বি আর এম জি এস ইউ র সর্বভারতীয় সহ সভাপতি, ডি আর ইউ সি সি মেম্বার ( রেল মন্ত্রালয়), শ্রী ইন্দুশেখর চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির সদস্য ড: জাকির হোসেন, আশীষ বাউরী, সম্বিক নিয়োগী, অরূপ কৈবর্ত, মানিক মাহাতো, প্রশান্ত ভদ্র,মানকি কুমারী এবং বিভিন্ন রাজ্য থেকে আসা কেন্দ্রীয় ও রাজ্য কমিটির নেতৃবৃন্দ। এই অনুষ্ঠানে ড: পরিমল কান্তি মন্ডল মহাশয় ঝাড়খন্ডের সকল নেতা ও নেত্রীদের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানান এবং বলেন, " আপনারা কোন সাধারণ নেতা নন, কারণ আপনাদের একান্ত প্রচেষ্টা ও ধৈর্যের ফলেই আজ বৃটিশ পরাধীন সময় থেকে বঞ্চিত মাল গোদাম শ্রমিকদের দূর্বিষহ জীবন যন্ত্রণার দিন আজ শেষ হয়েছে। ভারতের শ্রম দফতর শ্রমিকের মর্যাদা দিয়ে শ্রম পোর্টাল এ মাল গোদাম এর শ্রমিক দের স্থান দিয়েছে। এর আগে এদের কোন পরিচয় ছিল না।আপনাদের প্রচেষ্টাতেই রেল দফতর মাল গোদাম শ্রমিক দের জন্য পানীয় জল, শৌচালয়, রেস্টরুম, শ্রম পাঠশালা, জীবন বীমা, পেনশন, মেডিক্লেম, প্রভিডেন্ট ফান্ড ও কাজের উপযুক্ত পরিবেশ এবং সর্বপরি নূন্যতম মজুরি চালু করার ব্যবস্থা করেছেন। যেটা অতিশীঘ্রই চালু হয়ে যাবে।আজই শ্রমিক কল্যাণ তহবিল থেকে লেবার দের ব্যাঙ্ক একাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে। আপনারা শুধু আমার প্রতিটি নির্দেশ এবং দেখানো পথ মেনে চলেছেন।"
প্রায় ১০০০ মাল গোদাম শ্রমিক ও নেতৃবৃন্দের সমাগম এই সম্মেলন কে আলোকমন্ডিত করে তোলে। এই বিরাট জয় লাভের জন্য সবাই আনন্দে উল্লাসিত হয়ে বি আর এম জি এস ইউ র জয়গান করতে থাকেন।

Post a Comment

0 Comments