Header Ads Widget

Responsive Advertisement

News A Bangla // মাইকেল বোসের একক চিত্র প্রদর্শনী !


সপ্তর্ষি সিংহ: রাজনীতির যাঁতাকলে বন্দি আমজনতা। সমাজে নারী নির্যাতন থেকে বিভিন্ন অসময়ের চিত্র প্রস্ফুটিত হয় শিল্পী মাইকেল দাসগুপ্তের ক্যানভাসে। রবিবার একাডেমি অফ ফাইন আর্টস গ্যালারিতে ৪০টি ছবি নিয়ে প্রদর্শিত হল চিত্রশিল্পীর একক চিত্র প্রদর্শনী। 




এদিন প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী সমীর আইচ। এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। একই সঙ্গে এদিন শিল্পীর সপ্তম বই প্রকাশ হয়।

Post a Comment

0 Comments