Header Ads Widget

Responsive Advertisement

News A Bangla //আর্ট কলেজের ছাত্র-ছাত্রীদের ১৫৯তম প্রদর্শনী !


সপ্তর্ষি সিংহ: ভারতীয় চিত্রকলা, স্থাপত্য ও ভাস্কর্য প্রশিক্ষণের অন্যতম পিঠস্থান গভর্নমেন্ট আর্ট কলেজ একাডেমি অফ ফাইন আর্টস প্রাঙ্গনে ১৫৯ তম প্রদর্শনী আয়োজিত হল। 



সোমবার বিশিষ্ট শিল্পী যোগেন চৌধুরী ও বিমান বিহারি দাস উপস্থিত হয়েছিলেন। এদিন প্রদর্শনীর বিষয়ে চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ছত্রপতি দত্ত বলেন, বিশিষ্ট গুণীজন মানুষ এই কলেজকে উচ্চস্তরে নিয়ে গেছেন। দীর্ঘ বছর ধরে চলে আসা এই প্রদর্শনী আমাদের কাছে গর্বের। এই প্রদর্শনীতে ছাত্র ছাত্রীদের কাজ আমাদের মুগ্ধ করে। আগামী ১০ তারিখ পর্যন্ত এই প্রদর্শনী চলবে।

Post a Comment

0 Comments