কলকাতা (এপ্রিল '২৪):- আসন্ন লোকসভা নির্বাচনে 'ভারতীয় জনতা পার্টি''-র সকল মতপ্রার্থীকে নিঃশর্ত সমর্থন করার কথা ঘোষণা করল 'বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভা'
আজ 'কোলকাতা প্রেস ক্লাব'-এ সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সংস্থার অধ্যক্ষ শম্ভুনাথ গাঙ্গুলী স্পষ্ট করে জানান, "হিন্দু মহাসভা-কে কলঙ্কিত করার জন্য কিছু অনথীবদ্ধ ভুঁইফোঁড় রাজনৈতিক সংস্থা হিন্দু মহাসভার নাম করে ভোট ভিক্ষা করতে নেমে পড়েছে। আমাদের সাথে ওই সব সংস্থার কোনোরকম সম্পর্ক নেই।"
'বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভা'-র সম্পাদক অনন্ত সিংহ রায় জানিয়েছেন, "পশ্চিমবঙ্গের শাসক সম্প্রদায়ের রাজনৈতিক সুবিধার্থে ও 'ভারতীয় জনতা পার্টি'-র ভোট কাটার লক্ষ্যেই এইসব ভুঁইফোঁড় সংস্থাগুলো রাজ্যের বুকে ভোট প্রার্থনা করছে। আমরা স্পষ্ট করে বলছি ওরা মুখে যতই 'হিন্দু মহাসভা'-র নাম করে ভোট ভিক্ষা করুক না কেন, ওরা মূল 'হিন্দু মহাসভা'-র কেউ নয়।"
'বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভা'-র অধ্যক্ষ ও সম্পাদকের কথার সাথে তাল মিলিয়ে সংস্থার অন্যতম কার্যনির্বাহী সদস্য সন্দীপ মুখোপাধ্যায় বলেছেন, "গান্ধী হত্যার পর একদিকে 'হিন্দু মহাসভা'-র বঙ্গীয় প্রদেশ কার্যালয় দুর্বল হয়ে পড়েছে অন্যদিকে 'ভারতীয় জনতা পার্টি'-র সাথে কিছু মৌলিক নীতিগত পার্থক্য থাকলেও আমরা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছি, আসন্ন লোকসভা নির্বাচনে 'ভারতীয় জনতা পার্টি' পশ্চিমবঙ্গের যতগুলো লোকসভা নির্বাচনী ক্ষেত্রে প্রার্থী দেবে আমরা তাঁদের সবাইকে নিঃশর্ত সমর্থন করবে।"
0 Comments