নিউজ ডেস্ক - বেসরকারি মাইক্রোফিন্যান্স সংস্থা কোটাক মাহিন্দ্রা লাইফ ইন্সুরেন্স দুই প্রজন্মের জীবন সুরক্ষার কথা ভেবে Kotak Gen2Gen Protect নয়া পরিকল্পনা নিয়ে এল।
এই বিষয়ে বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে শুভাশিস ঘোষ জানান, প্রিমিয়াম সুবিধার 100% পলিসি হোল্ডাররা রিটার্ন পাবেন। এই প্রিমিয়ামে মহিলা পলিসি হোল্ডারদের মৃত্যুর সময় Kotak Gen2Gen প্রটেক্ট অতিরিক্ত 5% সুবিধা প্রদান করা হবে। যখন অভিভাবকদের বয়স ৬০ অথবা ৬৫ বছরের হবে তখন শিশুদের সম্পূর্ণ রিস্ক কভার দেওয়া হবে। সেই শিশুটি যখন ৬০ বছরে না পৌঁছানো পর্যন্ত রিস্ক কভার পাবেন।
এছাড়াও এই পলিসিতে দুর্ঘটনায় মৃত্যুতে বিমার সুবিধা, সম্পূর্ণ প্রতিবন্ধী হলে বিমার সুবিধা পাওয়া যাবে। এদিন উল্লেখ করা হয় ২০৪৭ সালে আরডিআই প্রত্যেক ভারতবাসীর বিমা করানোর যে উদ্যোগ নিয়েছে এটি তার সঙ্গে সংযুক্ত।
0 Comments