Header Ads Widget

Responsive Advertisement

News A Bangla // বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি রূপে প্যারিস গেলেন স্বপন ব্যানার্জি


কলকাতা (২৫ জুলাই '২৪):- 'বক্সিং ফেডারেশন অব ইণ্ডিয়া'-র আহ্বানে 'বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন'-এর সভাপতি রূপে প্যারিস গেলেন স্বপন ব্যানার্জি ওরফে বাবুন। স্বপন ব্যানার্জি-র সফরসঙ্গী রূপে সাথে গেছেন ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ বক্সিং অ্যাসোসিয়েশন-এর সহ সচিব কুনাল সাহা। 


বলে রাখা ভালো, আগামীকাল থেকে প্যারিসে শুরু হতে চলেছে 'অলিম্পিক গেমস'। এই প্রতিযোগিতায় ভারত থেকে সামগ্রিক ভাবে যোগদান করছেন বেশ কিছু প্রতিযোগী ও প্রতিযোগিনী।


প্যারিস যাওয়ার আগে কোলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে স্বপন ব্যানার্জি জানান, "আমি আশাবাদী প্যারিস অলিম্পিকে আমাদের দেশের সকল প্রতিযোগীদের সাথে আমাদের বাংলার প্রতিযোগী ও প্রতিযোগিনীরা উল্লেখযোগ্য কৃতিত্ব দেখাবে।"


পশ্চিমবঙ্গের ক্রীড়া জগত ও ক্রীড়াবিদদের সুযোগ সুবিধা নিয়ে কথা বলতে গিয়ে স্বপন ব্যানার্জি বলেছেন, "আগে পশ্চিমবঙ্গের ক্রীড়াবিদরা সেভাবে কোনো সুযোগ সুবিধাই পেতেন না, বর্তমানে তৃণমূল কংগ্রেস সরকারের সৌজন্যে পশ্চিমবঙ্গের ক্রীড়াবিদরা অনেক সুবিধা পাচ্ছেন।"

🇮🇳 মোট ভারতীয় অ্যাথলিট - 117 জন

অ্যাথলেটিক্স - 29 জন

শ্যুটিং - 21 জন

হকি (টিম ইভেন্ট) - 19 জন

টেবিল টেনিস - ৪ জন

ব্যাডমিন্টন - 7 জন

তিরন্দাজি - 6 জন

বক্সিং -6 জন

কুস্তি -6 জন

গল্ফ - 4 জন

টেনিস - 3 জন

সেইলিং - 2 জন

সাঁতার - 2 জন

রোয়িং-1 জন

ভারোত্তোলন- 1 জন

জুডো-1 জন

অশ্বারোহণ-1 জন

Post a Comment

0 Comments