কলকাতা, অক্টোবর,২০২১ঃ অ্যাসোসিয়েসন অফ আকাশবাণী এন্ড দূরদর্শন ইঞ্জিনিয়ারিং এমপ্লয়িজ এর উদ্যোগে দেশের উন্নয়নে জাতীয় সম্প্রচারের গুরুত্ব ও ভূমিকা সংক্রান্ত এক আলোচনা সভার আয়োজন করে উদায়সদন, গল্ফগ্রীনে।
ওই সভার আলোচনায় বলা হয় আকাশবাণী ও দূরদর্শন কিন্তু মুনাফা লাভের সংস্থা নয় যা সংবিধানে স্পষ্ট করে উল্লেখ আছে।অথচ প্রসার ভারতী ১৯৯৭ সালে আসার পর ইচ্ছাকৃত ভাবে এই ট্রেরেসট্রিয়াল ব্রডকাস্টিং বন্ধ করে দিতে চাইছেন।এটি বন্ধ হলে বহু মানুষ বেকার হয়ে পড়বেন।
তাই সংগঠনের পক্ষ থেকে প্রসার ভারতীকে অনুরোধ করা হচ্ছে যাতে ভারতের এই ঐতিহ্য মন্ডিত সংস্থাকে বিপদের মুখে ঠেলে না দিতে,এটা করলে অদূর ভবিষ্যতে হয়তো এই ট্রেরেস্ট্রিয়াল ব্রডকাস্টিং সংস্থাই বন্ধ হয়ে যাবে। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন সুধাংশু রঞ্জন (এডিজি দূরদর্শন ) বিশিষ্ট সাংবাদিক শঙ্কর লাল ভট্টাচার্য , প্রোগ্রামার কৌশিক ব্রহ্মচারী, সাধারণ সম্পাদক অনিল কুমার প্রমুখ।
0 Comments