ওয়েবডেস্ক ,নভেম্বর, কলকাতাঃ করোনাকালে কোভিড হোম কেয়ার নিয়ে ভার্চুয়াল ভাবে রোগীদের পাশে দাঁড়িয়েছিল কলকাতার উডল্যান্ডস্ হসপিটাল। এবার নন কোভিড রোগীদের ক্ষেত্রে হোম কেয়ারের সিস্টেম নিয়ে আসলো ৭৫ বছরের পুরনো এই হসপিটাল। এবার থেকে বাড়িতে বসেই বিভিন্ন রকম চিকিৎসা এবং তার সঙ্গে বিভিন্ন রোগের পরীক্ষা নিরীক্ষা করা যাবে। তার সাথে শিক্ষিত এবং অভিজ্ঞতাসম্পন্ন নার্স , ডায়েটিশিয়ান, কেয়ার হেলথ চেকআপ, ফিজিওথেরাপি সবকিছুই পাওয়া যাবে বাড়িতে বসে।
এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান উডল্যান্ড হসপিটাল এর তরফ থেকে ডা. রুপালি বসু । উপস্থিত ছিলেন ডাক্তার সপ্তর্ষি বসু, ডাক্তার অনিন্দ্য সরকার, ডাক্তার মালতি পুরকাইত, সিস্টার আলো সেনগুপ্ত, শিবকুমার, জয়দ্বীপ দাস প্রমূখ।
এই হোম কেয়ার সার্ভিসে রয়েছে বিভিন্ন রকমের প্যাকেজ। অনেক দিক বিবেচনা করে এই প্যাকেজ এর দাম টিক করা হয়েছে বলে জানানো হয় হসপিটাল এর তরফ থেকে। ডাক্তার রুপালি বসু জানান কিছু কিছু হেল্প চেকআপ করার জন্য হসপিটালে যেতে হতো কিন্তু এক্ষেত্রে রোগীরা বাড়িতে বসেই সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করাতে পারবেন।
তিনি আরো বলেন এই সমস্ত বিষয়টি ডাক্তার অনিন্দ্য সরকারের মস্তিষ্কপ্রসূত। আপাতত এই হোম কেয়ার সার্ভিস চালু করা হয়েছে পরীক্ষামূলকভাবে। বর্তমানে ১০ জন ডাক্তার, ৫০ জন নার্স, ৬ জন ফিজিওথেরাপিস্ট এবং চারজন ডায়েটিশিয়ান এই হোম কেয়ার সার্ভিস এর টিম মেম্বার হিসেবে রয়েছেন। আগামী দিনে এই সংখ্যা আরো বাড়বে বলে আশাবাদী তারা।
ডাক্তার বসু আরো জানান হোম কেয়ার প্যাকেজের মধ্যে রয়েছে শিশুর যত্ন , হূদরোগীদের জন্য বিশেষ সতর্কতা, নিউরোলজি কেয়ার, পোস্ট অপারেটিভ কেয়ার ইত্যাদি।
প্রয়োজনে অক্সিজেন কন্সেনট্রেটার, অক্সিজেন সিলিন্ডার , পালস অক্সিমিটার, কার্ডিয়াক মনিটর সহ বিভিন্ন জিনিস ভাড়া অথবা কিনে নেওয়া যাবে। আপাতত এই কেয়ার সার্ভিস সংশ্লিষ্ট হাসপাতালের ৫ কিলোমিটার এলাকায় চালু রয়েছে, আগামী দিনে তা প্রয়োজন মতন বাড়বে বলে জানানো হয়েছে হাসপাতাল সূত্রে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান এই হোম কেয়ার পরিষেবায় হাসপাতালে এসে বা ভার্চুয়াল পদ্ধতিতে পরিবারের এক বা একাধিক সদস্যের জন্য নথিভূক্ত করা যাবে।
অনেক প্রবীণ নাগরিক যারা বাড়িতে একা থাকি থাকেন যাদের নিকট আত্মীয়রা দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় থাকেন এই অসহায় সময় বৃদ্ধ বৃদ্ধাদের মনের ভরসা ও আশ্বাস যোগাতে এই প্যাকেজ আগামী দিনে সাফল্যের দিকে এগিয়ে যাবে তা নিয়ে আশাবাদী উডল্যান্ডস্ হসপিটাল কর্তৃপক্ষ।
0 Comments