কলকাতা,ডিসেম্বর,২০২১: সম্প্রতি কলকাতা করপোরেশন নির্বাচন হয়ে গেল। সেই নির্বাচনের ৪০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের বিজয়ী প্রার্থী সুপর্ণা দত্ত।। কাউন্সিলর হিসাবে এই ওয়ার্ডে প্রথম বার চেয়ারে বসলেও,রাজনৈতিক জীবন শুরু কিন্তু এই ওয়ার্ড থেকেই।
রাজনীতিতে বহুদিনের পরিচিত মুখ এই সুপর্ণা দত্ত বলেন এই ওয়ার্ডের সবকিছু ওনার নখ দর্পণে তাই ওনার কাজ করতেও অনেক সুবিধে হবে। যেমন এই ওয়ার্ডে পানীয় জলের সমস্যা আছে সেগুলো নিয়ে প্রথমেই তিনি কাজ শুরু করবেন,দ্বিতীয় অল্প বৃষ্টিতেই জল জমে যায় আগেও জমতো কিন্তু সেটা যাতে তাড়াতাড়ি নেমে যায় তার জন্য নিকাশি ব্যবস্থাকে আরও উন্নত করা।
এই অঞ্চলটা যেহেতু হেরিটেজ অঞ্চল সেটাকে ভালো করে সাজিয়ে তোলা। শিশুদের জন্য একটা সুন্দর খেলার পার্কের ব্যবস্থা করা।আর পুরোনো যত বাড়ি আছে তাদের বাড়ির মালিকদের সাথে বসে ব্যবস্থা নেওয়া যাতে সেগুলো কোনও রকম ভাবে বিপদের সৃষ্টি না হয়। এছাড়াও সবার পাশে থেকে একসাথে সব কাজে হাতে হাত মিলিয়ে কাজ করা।এটাই হবে ওনার আগামী দিনের লক্ষ্য।
0 Comments