Header Ads Widget

Responsive Advertisement

News A Bangla ! আপনজনের নিরাপদ খাদ্য সম্মেলন


ডিজিটাল ডেস্ক,কলকাতা: 
সম্প্রতি আপনজন যৌথ সমবায় ফাউন্ডেশনের উদ্যোগে তালতলা স্পোর্টিং অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অনুষ্ঠিত হল " নিরাপদ খাদ্য  সম্মেলন"। 


সংস্থার  সম্পাদক  সৌরভ মাইতি  জানান  চাষীদের কাছ  থেকে  জৈব শস্য কিনে  তা বিক্রির বন্দোবস্ত করে  দেওয়ার কাজ টাই প্রাথমিক ভাবে  করছে  এই  সংস্থা। 



পশ্চিমবঙ্গের  পূর্ব মেদিনীপুর , বাঁকুড়া , বর্ধমান  , পুরুলিয়ার  মোট  150 জন চাষী কে  এই প্রকল্পের  মধ্যে  আনা  হয়েছে।" ইমন " মহিলা স্বনির্ভর গোষ্ঠীর  কর্নধার অনিন্দিতা সিনহা এই সংস্থার  সাথে  যুক্ত  হয়ে তাদের  জৈবিক  খাদ্য  সংরক্ষণ ও প্যাকেজিং  বিষয়ে   সাহায্য  করবে। 

প্রসঙ্গত  উল্লেখ্য ইমন  বর্তমানে  গামছা নিয়ে পোষাক তৈরির কাজ করছে  এবং যথেষ্ট সমাদর লাভ করেছে।প্রচুর মহিলাদের  স্বনির্ভর   হতে সাহায্য  করছে। যা  সম্ভব  হয়েছে  অনিন্দিতার জন্যই।

Post a Comment

0 Comments