ডিজিটাল ডেস্ক,জেলা: সামাজিক দায়বদ্ধতায় মানবিক উদ্যোগ আন্তঃরাষ্ট্রীয় মানবাধিকার এবং অপরাধ নিয়ন্ত্রণ সংগঠন , দুর্বার মহিলা সমন্নয় কমিটি ,কোন্নগর ১২ মন্দির ঘাট সেবা সমিতির সর্বচরি মানুষের পাশে থেকে কাজ করে এই সংগঠন গুলি।
এবার কন্যা দায়গ্রস্থ পিতাদের পাশে দাঁড়াতে ৪ কন্যার গণবিবাহ দিল তারা। হাতে হাত রেখে নতুন জীবনের পথ চলতে অঙ্গীকার বদ্ধ হলেন তারা। শুধু তাই নয় এর পাশাপাশি তাদের সংসার করার সামগ্রীও প্রদান করলেন আয়োজকরা।
0 Comments