Header Ads Widget

Responsive Advertisement

News A Bangla ! কোন্নগরের ১২মন্দিরে অনুষ্ঠিত হয়ে গেল ৪ কন্যার শুভ বিবাহ


ডিজিটাল ডেস্ক,জেলা:
সামাজিক দায়বদ্ধতায় মানবিক উদ্যোগ আন্তঃরাষ্ট্রীয় মানবাধিকার এবং অপরাধ নিয়ন্ত্রণ সংগঠন , দুর্বার মহিলা সমন্নয় কমিটি ,কোন্নগর ১২ মন্দির ঘাট সেবা সমিতির সর্বচরি মানুষের পাশে থেকে কাজ করে এই সংগঠন গুলি। 



এবার কন্যা দায়গ্রস্থ পিতাদের পাশে দাঁড়াতে ৪ কন্যার গণবিবাহ দিল তারা। হাতে হাত রেখে নতুন জীবনের পথ চলতে অঙ্গীকার বদ্ধ হলেন তারা। শুধু তাই নয় এর পাশাপাশি তাদের সংসার করার সামগ্রীও প্রদান করলেন আয়োজকরা। 



এদিনের অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী তন্নী চৌধুরী,বিশিষ্ট চিত্র শিল্পী সাধন দে,অভিনেতা গুড্ডু, অভিনেত্রী পারমিতা ব্যানার্জী, চিত্র পরিচালক আকাশ বণিক, সমাজসেবিকা পর্ণালী ব্যানার্জি,মেঘা চৌধুরী সহ অন্যান্যরা। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানালেন সবাই।

Post a Comment

0 Comments