কলকাতা ( জানুয়ারী '২৩):- আগামী ২২ জানুয়ারী উত্তর ২৪ পরগনার বরানগরের রবীন্দ্রভবণে 'বেঙ্গল হোমিওপ্যাথিক কেমিস্ট অ্যাণ্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন' (Bengal Homoeopathic Chemists & Druggists Association)-এর উদ্যোগে হোমিওপ্যাথি ওষুধ নির্মাতা সংস্থা, ওষুধ বিক্রেতা, চিকিৎসকবর্গ, এম আর-দের নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে আনন্দ উৎসব।
কলকাতা প্রেস ক্লাবে এই ঘোষণা করেন সংস্থার শীর্ষ ব্যক্তিগণ।
সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করে বি এইচ সি ডি এ-র 'আনন্দ উৎসব' পরিচালন সমিতির অধ্যক্ষ জয়দীপ রায় (Joydeep Roy, President, Organising committee, Ananda Utsav of BHCDA) জানিয়েছেন, "পশ্চিমবঙ্গের সমস্ত হোমিওপ্যাথি ওষুধ বিক্রেতাদের মধ্যে আত্মিক যোগাযোগ স্থাপন ও ব্যবসায়িক ক্ষেত্রে সরকারি বিধিনিষেধ, সঙ্কট এবং বিভিন্ন ওষুধ নির্মাণকারী সংস্থার সমস্যার সমাধানের প্রচেষ্টা সহ ওষুধ বিক্রেতা, ক্রেতা ও হোমিওপ্যাথ চিকিৎসকদের মধ্যে সমন্বয় সাধন এই 'আনন্দ উৎসব'-এর প্রধান উদ্দেশ্য।"
জয়দীপ রায় ছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় সমিতির অধ্যক্ষ সচ্চিদানন্দ চৌধুরী সহ আরো অনেকে।
0 Comments