কলকাতা (জানুয়ারী '২৩):- পশ্চিমবঙ্গের ২ হাজার শিশু শ্রমিককে নিয়ে আলেকজান্ডার ফিল্মস (Alexander Films) তৈরী করতে চলেছে শিবপ্রসাদ (খোকন) চক্রবর্তী-র নতুন কাহিনীচিত্র 'শিশু দিবস' (Children's Day)।
সাংবাদিক সম্মেলনে শিবপ্রসাদ চক্রবর্তী জানান, "স্বাধীনতার পরবর্তী সময়ে দেশের শিশুদের সঠিক অবস্থান সম্পর্কে আমজনতার চোখ খুলে দেবে 'চিলড্রেনস ডে'।
কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অন্যতম অভিনেত্রী পাপিয়া অধিকারী ও সৌন্দর্য প্রতিযোগিতার অন্যতম বিজয়ী ঐশ্বর্য্য দত্ত,শিব প্রসাদ চক্রবর্তী এছাড়াও অনেক বিশিষ্ঠ ব্যাক্তিরা।।
0 Comments