Header Ads Widget

Responsive Advertisement

NB News :- ঠাকুরপুকুর পরম্পরা আয়োজিত শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন

ডিজিটাল ডেস্ক,কলকাতা:- গত ১০ এবং ১২ই মার্চ এই দুইদিন ব্যাপী দক্ষিণ কলকাতার বিড়লা একাডেমী অফ আর্ট এণ্ড কালচার প্রেক্ষাগৃহে ঠাকুরপুকুর পরম্পরা একাডেমীর সপ্তম বার্ষিক শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন অনুষ্ঠিত হল| একাডেমীর ছাত্রছাত্রী এবং আমন্ত্রিত অতিথি শিল্পীদের অসামান্য পরিবেশনায় মুগ্ধ হল শ্রোতৃকুল| প্রথমদিন অনুষ্ঠান শুরু হল পরম্পরার খুদে ছাত্রছাত্রীবৃন্দ পরিবেশিত ইমন রাগ দিয়ে| তারপর একে একে একাডেমীর ছাত্র্ছাত্রীদের মধ্যে কৃষ্ণা চন্দ গাইলেন ছোট খেয়াল রাগ যোগ, নন্দিনী ভট্টাচার্য একটি দাদরা পরিবেশন করলেন, অর্ক জোয়ারদার গাইলেন একটি মীরার ভজন, নন্দিনী দেব একটি হোরি দাদরা পরিবেশন করলেন|প্রতিটি পরিবেশনাই শ্রোতাদের মন ছুঁয়ে গেল| একাডেমীর ছাত্র প্রবাল বিশ্বাস সরস্বতী রাগ শোনালেন | তিনতালে নিবদ্ধ বন্দিশকে বিস্তার তানসহ  অপূর্ব গায়কীতে প্রাণবন্ত করে তুললেন তিনি| অন্যদিকে এই দিকে একাডেমীর অপর ছাত্রী চন্দ্রিমা বিশ্বাসের নিবেদন ছিল রাগ বাগেশ্রী | পরিমিত সময়ে আলাপ তানসহ রাগের চলন অত্যন্ত সুচারুভাবে পরিবেশিত হয়েছে তাঁর কণ্ঠে| একাডেমীর অপর ছাত্র অরিজিত সরকারের কন্ঠে ঠুংরীটি সকলের মন কেড়ে নিয়েছে | ছাত্রছাত্রীদের সাথে তবলায় যোগ্য সঙ্গত করেছেন শ্রী রূপায়ন চক্রবর্ত্তী, শ্রী প্রীতম পোল্লে এবং শ্রী কৌশিক সাহা| হারমোনিয়ামে পণ্ডিত সনাতন গোস্বামী এবং সারেঙ্গীতে দেবাশিস হালদারের সহযোগিতা প্রতিটি পরিবেশনাকে একটা অন্যমাত্রা দিয়েছে | এইদিন অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন পণ্ডিত হিন্দোল মজুমদার এবং তাঁর পুত্র সুযোগ্য পুত্র আয়ুষ্মান মজুমদার|পিতাপুত্রের যুগ্ম পরিবেশনা অত্যন্ত উপভোগ্য ছিল| এইদিনের অনুষ্ঠানের শেষ নিবেদন ছিল নবীন শিল্পী শ্রী সমন্বয় সরকারের সেতারবাদন | তাঁর সাথে তবলায় সঙ্গত করলেন শ্রী রূপক মিত্র| রাগ পুরিয়াধানেশ্রী আলাপ জোড় বিলম্বিত এবং দ্রুতলয়ে বাজালেন শিল্পী | তাঁর নিপুণ বাজনা এবং সেইসাথে যোগ্য তবলা সঙ্গতে শ্রোতারা মন্ত্রমুগ্ধ হলেন|
দ্বিতীয়দিন অর্থাত্‍ ১২ই মার্চ অনুষ্ঠান শুরু হল পরম্পরার সমস্ত ছাত্রছাত্রীদের সমবেতকণ্ঠে ভজন পরিবেশনা দিয়ে| সংস্কৃত এবং হিন্দীভাষার দুটি ভজন অত্যন্ত সুন্দরভাবে জুড়ে চমত্কারভাবে সমবেত সুরেলা কণ্ঠে গাইল তারা|তাদের সাথে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন গুরু শ্রী বিপ্লব মুখোপাধ্যায়| আর তবলায় সহযোগিতা করেছেন শ্রী রবিশঙ্কর ভট্টাচার্য্য এবং শ্রী প্রীতম পোল্লে| হারমোনিয়াম আর তবলার যথাযোগ্য সঙ্গতে অনুষ্ঠানের সূচনাসঙ্গীত একটা অন্য মাত্রা পেয়েছিল| এদিনও একাডেমীর ছাত্রছাত্রীরা একে একে ভজন, কাজরী, ঝুলা এবং খেয়ালের সুরমূর্চ্ছনায় মুগ্ধ করেছেন শ্রোতাদের|  অদিতি ভট্টাচা্র্য্য ভীমপলশ্রী রাগে একটি ছোট খেয়াল এবং তারানা গাইলেন, বিদিশা মিশ্র একটি ভজন শোনালেন, মুনমুন ভট্টাচার্য্যের কণ্ঠে আরো একটি ভজন পরিবেশিত হল, সোমা সাহা একটি কাজরী গাইলেন, ঋদ্ধিমান আর জোয়েল দ্বৈত কণ্ঠে গাইলেন রাগ বেহাগ| প্রতিটি পরিবেশনাই ছিল মনকাড়া | ময়ূরাক্ষী পাল তাঁর সুমধুর কণ্ঠে একটি ঝুলা গেয়ে সকলকে মুগ্ধ করলেন | একাডেমীর কোচবিহার শাখার ছাত্রী দেবাশ্রিতা সেনের বিলম্বিত এবং দ্রুতলয়ে কেদাররাগ পরিবেশনা ভীষণই মনোমুগ্ধকর| এই দিন ছাত্রছাত্রীদের সাথে হারমোনিয়ামে শ্রী অনির্বাণ চক্রবর্ত্তী এবং তবলায় শ্রী রূপায়ণ চক্রবর্ত্তী, শ্রী প্রীতম পোল্লে এবং শ্রী রবিশঙ্কর ভট্টাচার্য্য সহযোগিতা করেছেন | প্রত্যেক সহযোগী শিল্পী সঙ্গীতপরিবেশনাকে আরো শ্রুতিসুখকর করে তুলেছিলেন| এরপর একাডেমীর কর্ণধার গুরু শ্রী বিপ্লব মুখোপাধ্যায়ের সুযোগ্য পুত্র এবং পণ্ডিত অভিজিত ব্যানার্জ্জীর শিষ্য অনুভব মুখার্জ্জী চমত্কার তবলাবাদনে শ্রোতাদের মন কেড়ে নিলেন | তাঁকে যোগ্য সঙ্গত দিলেন সারেঙ্গীতে সুধেন্দু হালদার | দুই অল্পবয়সী সম্ভাবনাময় শিল্পীর বাজনা মনে রাখবার মত| এরপর আমন্ত্রিত অতিথি শিল্পী শ্রীমতী রূপলেখা চ্যাটার্জ্জী রাগ রাগেশ্রী গাইলেন| আলাপ সরগম তান সহযোগে বন্দিশগায়নের পরিমিত বিন্যাস অত্যন্ত শ্রুতিনন্দন হয়ে উঠেছিল | গুরু শ্রী বিপ্লব মুখোপাধ্যায় গাইলেন রাগ হেমাবতী | তুলনামূলক অপ্রচলিত রাগটি সুরবিস্তার তানের মাধ্যমে অত্যন্ত নান্দনিকভাবে উপস্থাপনা করলেন তিনি | শেষে তিনি উপস্থিত শ্রোতাদের অনুরোধে একটি মীরার ভজন গাইলেন| অনুষ্ঠানের শেষ শিল্পী ছিলেন শ্রীমতী মিতালী ভৌমিক | বাগেশ্রীরাগে বিলম্বিত দ্রুত খেয়াল এবং সবশেষে তারানার মনকাড়া পরিবেশনার অপূর্ব সুরবিন্যাসের রেশ রয়ে গেল শ্রোতাদের মনে | মিতালী ভৌমিকের শেষ নিবেদন ছিল শিবরঞ্জনী রাগে গাওয়া একটি ঠুংরী| মধুর রাগ আর তদুপযুক্ত মধুর উপস্থাপনা মন ছুঁয়ে গেল|

Post a Comment

0 Comments