ডিজিটাল ডেস্ক,কলকাতাঃ অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের নিউ সাউথ - এ গ্যালারি ও নিউ সাউথ - বি গ্যালারিতে ২৮শে সেপ্টেম্বর ২০২৩ থেকে ৬ অক্টোবর ২০২৩ পর্যন্ত অনুপম হালদারের এক বৈচিত্র্যময় একক প্রদর্শনী হতে চলেছে। ২৮শে সেপ্টেম্বর থেকে ৬ই অক্টোবর এই নয়দিনব্যাপী এই প্রদর্শনী চলবে।
পেশাগত ভাবে অনুপম হালদার রাজ্য সরকারের অর্থ দপ্তর-এর জয়েন্ট কমিশনার। নেশায় সৃজনশীল ফোটোগ্রাফির একজন একনিষ্ঠ সাধক। অনুপম হালদারের এটি সপ্তম একক প্রদর্শনী।
দেশে বিদেশের বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি তার ছবিতে বিষয় হিসেবে নির্বাচিত হয়েছে ভারতের বৈচিত্র্যময়তা ও প্রকৃতির বিভিন্ন দিক। কখনো-কখনো "ছবি" গতিপথ পাল্টে বাঁক নিয়েছে বিমূর্ততায়।
এই ভাবনাকে অনুসরন করেই অনুপম হালদারের এই সপ্তম একক বৈচিত্র্যময় প্রদর্শনী হতে চলেছে। প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্ধোধন ২৮ সেপ্টেম্বর ২০২৩ বিকেল ৫ টায় (বৃহস্পতিবার)।সর্বসাধারণের জন্য প্রদর্শনী প্রতিদিন খোলা থাকবে বেলা ৩টে থেকে রাত ৮টা।
0 Comments