Header Ads Widget

Responsive Advertisement

News A Bangla ! বোম্বের গণপতি ঝন্টুর পাড়ায়**



ডিজিটাল ডেস্ক,কলকাতা:-
৯বছরে পদার্পণ করলো ভবানীপুর ইউনাইটেড ইউথ ফোরাম আয়োজিত সিদ্ধি বিনায়ক এর পুজো।
আমাদের পুজো শুধুমাত্র পুজোর সীমারেখার মধ্যে আবদ্ধ নয়,আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা আজ বৃহৎ পরিসরে উপস্থাপিত করার প্রচেষ্টায় অঙ্গীকারবদ্ধ।।


আমরা প্রতিবছর দুজন বাচ্চার পড়াশুনার সমস্ত রকম দায়িত্ব গ্রহণ করি।
আমরা ২০০০ মানুষ কে গণেশ পুজোর ভোগ গ্রহণ করার আমত্রণ জানাই।
আমাদের ভোগে থাকে পোলাও,আলুর দম,ছানার কোপ্তা,মিষ্টি।।
আমাদের এই প্রচেষ্টা কে সাফল্যমন্ডিত করার জন্য আপনাদের সবার শুভকামনা এবং উপদেশ আমাদের শিরোধার্য।।

** সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো আমাদের ঠাকুর প্রতিবছর বোম্বে থেকে আসে।

Post a Comment

0 Comments