Header Ads Widget

Responsive Advertisement

News A Bangla | অনুষ্ঠিত হয়ে গেল দ্যা বেঙ্গল ফ্যাশন শো


ওয়েব ডেস্ক, কলকাতা:-
ওম স্বস্তি ফিল্মস আয়োজিত দ্যা
বেঙ্গল ফ্যাশন শো এখানে নবাগতদের তাদের প্রতিভা সকলের সামনে তুলে ধরার সুযোগ করে দেন তারা। প্রতিভা সকলের মধ্যেই থাকে তাকে ঘষামাজা করেনিতে হয় এমনটাই মনে করেন সংস্থার আধিকারিক আদিত্য দাস।

এবার পাইকপাড়ার মোহিত মৈত্র মঞ্চে আয়োজিত হল ওম স্বস্তি ফিল্মস এর প্রথম দ্যা বেঙ্গল ফ্যাশন শো। উপস্থিত ছিলেন সংস্কার কর্ণধার আদিত্য দাস ,অভিষেক দত্ত ।



প্রায় ৬০ জন মডেল নিয়ে আয়োজিত হয় এই ফ্যাশন শো , যাদের মধ্যে অনেকেইপ্রথম বার রাম্পে পা রাখলেন। পাশাপাশি ১০জন কস্টিউম ডিজাইনার তাদের বিভিন্ন পোশাক সম্ভার নিয়ে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

Post a Comment

0 Comments