বেঙ্গল ফ্যাশন শো এখানে নবাগতদের তাদের প্রতিভা সকলের সামনে তুলে ধরার সুযোগ করে দেন তারা। প্রতিভা সকলের মধ্যেই থাকে তাকে ঘষামাজা করেনিতে হয় এমনটাই মনে করেন সংস্থার আধিকারিক আদিত্য দাস।
এবার পাইকপাড়ার মোহিত মৈত্র মঞ্চে আয়োজিত হল ওম স্বস্তি ফিল্মস এর প্রথম দ্যা বেঙ্গল ফ্যাশন শো। উপস্থিত ছিলেন সংস্কার কর্ণধার আদিত্য দাস ,অভিষেক দত্ত ।
0 Comments