Header Ads Widget

Responsive Advertisement

News A Bangla ! জোড়াসাঁকোতে অনুষ্ঠিত হয়ে গেল নজরুল রচিত নাটক


নিজস্ব প্রতিবেদক,কলকাতা:-
বাঁশরী রেপার্টরী থিয়েটারের প্রযোজনায় আয়োজিত হয়ে গেল কবি কাজী নজরুল ইসলামের রচনায় 'বনের মেয়ে পাখী' নাটকটি।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা মনোজ মিত্র এবং শিল্পী ময়ূরী মিত্র। সমগ্র অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলেন বাঁশরীর সভাপতি ডঃ দীপা দাস। 


নজরুল চর্চা কেন্দ্র ও বাংলাদেশের বন্ধু ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান উদ্বোধন করেন রথীন্দ্র মঞ্চ জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। 




আগামী দিনে প্রমিলা মঞ্চ চুরুলিয়া ও উৎসর্গ মঞ্চ বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতনে অনুষ্ঠানটি হবে৷ বাংলাদেশের বিভিন্ন শিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দুই বাংলার মধ্যে একটা সুসম্পর্ক গড়ে তোলাই এই অনুষ্ঠানের লক্ষ্য।

Post a Comment

0 Comments