Header Ads Widget

Responsive Advertisement

News A Bangla ! ১১৪ বছরে পদার্পণ করল বৃন্দাবন মাতৃ মন্দির


কলকাতা:-
উত্তর কলকাতার অলিতে গলিতে চুন সুরকির দেওয়াল ঘেরা বাড়ি। আর এক চিলতে গলির ভেতর থেকে ভেসে আসা শঙ্খধ্বনি জানান দেয় উমা আসছে। পাড়ার পুজোর বয়স ছুঁয়েছে ১১৪। শতবছর ধরে এলাকাবাসীর বহমান আবেগ ঐতিহ্য ভালোবাসা আর ভক্তিকে পাথেয় করে এগিয়ে চলা পাড়ার দুর্গা পুজো আজ জায়গার অভাবে বন্ধ হতে বসেছে।


এর বিরুদ্ধেই সোচ্চার উত্তর কলকাতার সর্বজনীন দুর্গাপুজো বৃন্দাবন মাতৃমন্দির। পুজোর অস্তিত্ত্বের লড়াই চালিয়ে তাঁদের এবারের থিম প্রতিবাদের মাধ্যমে বেছে নিয়েছে।


শিল্পীর সৃজনশীলতায় ফুটে উঠেবে কংক্রিটের ছোবলে ক্ষতবিক্ষত সমাজ-প্রকৃতির রুক্ষ কোলাজ। থিমের ভাবনায় উদ্যোক্তাদের অঙ্গীকার বারোয়ারি দুর্গাপুজো একফালি জায়গার অভাবে যেন থেমে না যায়।

Post a Comment

0 Comments