Header Ads Widget

Responsive Advertisement

News A Bangla // ট্রমা কেয়ার পরিষেবা বিষয়ক আলোচনা 'ক্রিটিকেয়ার' !


সপ্তর্ষি সিংহ: ইন্ডিয়ান সোসাইটি অফ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন কলকাতায় তিনদিন ব্যাপী ৩০তম সম্মেলন আয়োজিত হতে চলেছে। আগামী ১-৩ মার্চ শহরের এক পাঁচতারায় ক্রিটিকেয়ার শীর্ষক এই সম্মেলনে আইসিইউ ও ট্রমা কেয়ার পরিষেবা নিয়ে আলোচনা করা হবে। বুধবার এই বিষয়ে সংগঠনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট শৈলী মাইত্রা, প্রদীপ ভট্টাচার্য, সেক্রেটারি ওয়াই পি সিনহা, কমিটির সদস্য অজয় সরকার, সুভাষ টোডি।

এদিন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ৩দিনের এই সম্মেলনে প্রথম দুদিন আইসিইউ সংক্রান্ত বিভিন্ন ওয়ার্কশপ চলবে যেখানে উপস্থিত চিকিৎসকরা আলোচনা করবেন। কলকাতায় এটি তৃতীয় সম্মেলন যেখানে ২৫০ জন প্রতিনিধি উপস্থিত থাকবেন। ২৩ জন বিভিন্ন দেশের আন্তর্জাতিক ফ্যাকাল্টি হিসাবে অংশ নেবেন। এদিন সাংবাদিক বৈঠকে জানানো হয় সম্মেলনে ১৮ হাজার সদস্য নথিভুক্ত রয়েছে। কলকাতা, হাওড়া, শিলিগুড়িতে সংগঠনের নিজস্ব শাখা রয়েছে। এছাড়াও দেশের ১০০ শহরে শাখা রয়েছে। বর্তমানে সংগঠনে ১৮ হাজার সদস্য নথিভুক্ত রয়েছে। একইসঙ্গে এদিন উল্লেখ করা হয় সংগঠনের পরবর্তী সম্মেলন আয়োজিত হবে কোচিতে।

Post a Comment

0 Comments