Header Ads Widget

Responsive Advertisement

News A Bangla // বাংলায় নিট পরীক্ষার স্টাডি বুক বাইজুসের !


সপ্তর্ষি সিংহ: 

র্বভারতীয় স্তরে ছাত্র ছাত্রীদের মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষায় বাংলা মাধ্যমে স্টাডি ম্যাটেরিয়াল প্রকাশ করল আকাশ বাইজুস। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার আকাশ বাইজুস স্টাডি সেন্টারে চলতি বর্ষের ছাত্র ছাত্রীদের জন্য নতুন স্টাডি বুক উন্মোচন করা হল। 

এই বিষয়ে ন্যাশনাল একাডেমিক ডিরেক্টর- নিট ডিভিশন নবীন কার্কি বলেন, “বহুদিন ধরে  শিক্ষার্থীদের মধ্যে বাংলায় কোনো জাতীয় ব্র্যান্ড থেকে উপযুক্ত স্টাডি ম্যাটেরিয়ালের চাহিদা ছিল কারণ অনেক শিক্ষার্থী বাংলায় নিট (ইউজি) দিতে উৎসাহী।' 

গত বছর, পশ্চিমবঙ্গ থেকে ১,০৪,৯২৩ জন শিক্ষার্থী নিট দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন।

এই বিষয়ে সেন্টারের শিক্ষক নিলয় গায়েন জানান, উড়িষ্যা, ঝাড়খন্ডে পড়িয়েছেন কিন্তু বাংলায় ছাত্র ছাত্রীদের পরীক্ষা দেওয়ার উৎসাহ বেশি। গত বছর বাংলা মাধ্যমে ব্যাচ ছিল ২০০০। নিট পরীক্ষা প্রস্তুতির সময়সীমা ১ বছর। এই বছর ২৬/৩০ হাজার পরীক্ষার্থী বাংলা মাধ্যমে নিট পরীক্ষা দেবে বলে জানিয়েছেন। রাজ্যের ছাত্ররা কতোটা উৎসাহী হবে এই প্রসঙ্গে উল্লেখ করেন, বাঁকুড়া, শিলিগুড়ি, বারাসতে সেন্টার রয়েছে ফলে জেলার ছাত্র ছাত্রীরা বাংলা মাধ্যমে পরীক্ষা দেবে।

Post a Comment

0 Comments