সপ্তর্ষি সিংহ:
মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ ও চেন্নাইয়ের পর বেসরকারি অ্যাপোলো হাসপাতাল কলকাতায় চালু হল জেনোমিকস ইনস্টিটিউট। বৃহস্পতিবার শহরের এক পাঁচতারায় আয়োজিত অনুষ্ঠানে নতুন এই ইউনিটের সূচনায় উপস্থিত ছিলেন হসপিটালস গ্রুপ-এর গ্রুপ মেডিক্যাল ডিরেক্টর ডাঃ অনুপম সিবল, পূর্বাঞ্চলের সিইও মি. রাণা দাশগুপ্ত, চিকিৎসক সুরেন্দ্র সিং ভাটিয়া, চিকিৎসক মহেশ কুমার গোয়েঙ্কা, চিকিৎসক শাশ্বতী মুখোপাধ্যায়।
হাসপাতালের নয়া এই ইনস্টিটিউটে জিনগত অসুখ নির্ণয়, জেনেটিক ডিস অর্ডার, চিকিৎসা, প্রতিরোধ দ্রুত সম্ভব।
0 Comments