Header Ads Widget

Responsive Advertisement

News A Bangla // সেরামিক পদ্ধতিতে হাঁটু প্রতিস্থাপন চেন্নাই অ্যাপোলোতে !


প্তর্ষি সিংহ: হাঁটুর ব্যাথার চিকিৎসায় বিগত চার বছর ধরে হাঁটু প্রতিস্থাপনে সাফল্য দেখাচ্ছে বেসরকারি হাসপাতাল চেন্নাই হাসপাতাল। প্রায় ৮৫-৯২ শতাংশ রোগীর হাঁটু প্রতিস্থাপনের চিকিৎসায় সাফল্য এনেছে চিকিৎসরা। 


এবার হাসপাতালের অর্থোপেডিক বিভাগ ভারতে প্রথম হাঁটুর চিকিৎসায় সেরামিক পদ্ধতিতে হাঁটু প্রতিস্থাপন করল। এই বিষয়ে শনিবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন হাসপাতালের কনসালটেন্ট অর্থোপেডিক সার্জেন মদন মোহন রেড্ডি। 



তিনি জানান, ৬৮ বছরের অন্ধ্রপ্রদেশের বাসিন্দা দীর্ঘ সময় হাঁটুর ব্যাথায় কষ্ট পাচ্ছিলেন। এরপর চেন্নাই অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা করেন। অভিজ্ঞ চিকিৎসকের অধীনে সেরমিক হাঁটু প্রতিস্থাপন হয়। মিঃ রেড্ডি জানান এই চিকিৎসার খরচ ৩ লক্ষ ৮০ হাজার।

Post a Comment

0 Comments