সপ্তর্ষি সিংহ:করোনা অতিমারি সময়ে লাং ফাইব্রোসিস নামক অসুখে আক্রান্ত হয়েছিল মানুষের ফুসফুস। বর্তমান সময়ে পালমোনারি ফাইব্রোশিস অসুখের সংখ্যা বাড়ছে। ফুসফুসের চিকিৎসায় পূর্বভারতে প্রথম ক্লিনিক চালু হল। বেসরকারি হাসপাতাল অ্যাপোলো হসপিটালে আইএলডি ক্লিনিকে ফুসফুসের চিকিৎসা চালু হল। অর্থাৎ ইন্টারস্টিসিয়াল অসুখের বিরুদ্ধে লড়াইয়ে নয়া বিভাগ। বৃহস্পতিবার শহরের এক পাঁচতারায় ফুসফুসের চিকিৎসা ও প্রতিস্থাপন সংক্রান্ত বিষয় ও মারণরোগ সম্পর্কে সচেতনতায় এক আলোচনা অনুষ্ঠিত হল।
এদিন ক্লিনিকের সূচনায় উপস্থিত ছিলেন হসপিটালের পূর্বাঞ্চলের সিইও রানা দাশগুপ্ত, বিভাগীয় ডিরেক্টর চিকিৎসক সুরিন্দর সিং ভাটিয়া, রিউম্যাটলজিস্ট চিকিৎসক শ্যামাশিষ বন্দ্যোপাধ্যায়, চিকিৎসক অশোক সেনগুপ্ত, চিকিৎসক শুভাশিষ ঘোষ, চিকিৎসক অরিন্দম মুখার্জি, চিকিৎসক দেবোপম চ্যাটার্জি, চিকিৎসক সুরেশ রামাসুব্বাম, চিকিৎসক আসিফ ইকবাল, চিকিৎসক শৈবাল মৈত্র, চিকিৎসক অর্পণ চক্রবর্তী সহ অন্যানরা। এদিন এই ক্লিনিকের বিষয়ে চিকিৎসরা জানান, এটি একটি মাল্টিডিসপ্লিনারি ডিসকাসন ক্লিনিক।
এই বিষয়ে চিকিৎসক শ্যামাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, বেশিরভাগ সময় কাশি নিয়ে রোগীরা চিকিৎসার জন্য আসেন। দীর্ঘদিন তা চলতে থাকে। ঠান্ডা লাগা ভেবে তা ফেলে রাখেন। এরপর রোগীর শ্বাসকষ্ট হলে অক্সিজেনের ঘাটতি হয়। এমন হলে চিকিৎসদের পরামর্শ নেওয়ার কথা তিনি জানান।
0 Comments