নিজস্ব প্রতিবেদক,কলকাতা -
অভিনয় প্রশিক্ষণের জন্য শহর জুড়ে বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠছে। কিন্তু যেসব তরুণ তরুণীরা তালিম নিয়ে কাজ শুরু করছে তাঁদের মধ্যে সঠিক প্রশিক্ষণের অভাব থেকে যাচ্ছে বলে মত চলচ্চিত্র জগতের প্রবীণ শিল্পীদের। নতুন শিল্পীদের অভিনয়, সঞ্চালনা সহ একাধিক বিষয় শেখানোর জন্য শহরে চালু হল মাস্টরে একাডেমি। টলিপাড়ায় অভিনয়ের সঙ্গে দীর্ঘ সময় যুক্ত অরিন্দম চ্যাটার্জি। এক ছাতার নীচে সঠিক প্রশিক্ষণ দিতে তাঁর উদ্যোগে মূলত এই নয়া প্রশিক্ষণ কেন্দ্রের ভাবনা।
বৃহস্পতিবার এই নয়া প্রশিক্ষণ কেন্দ্রের সূচনায় উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী সোমা চক্রবর্তী, অভিনেতা সমরজিৎ ব্যানার্জী, উদ্যোগপতি বিজয় গোয়েল ও প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণধার এস কে সাহা সহ অন্যানরা।
এদিন অরিন্দমবাবু বলেন, সঠিকভাবে প্রশিক্ষণের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে যাতে ছাত্র ছাত্রীরা শিখে উপযুক্ত প্লেসমেন্ট পায়।
0 Comments