নিউজ এ বাংলা :-
ক্ষুধাতুর শিশু চায় দু'মুঠো অন্ন! ২০১৩ থেকে অভুক্ত মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার প্রয়াস নিয়েছে গহনা প্রস্তুতকারক সংস্থা মালাবার গোল্ড এন্ড ডায়মন্ড গ্ৰুপ। বিশ্ব হাঙ্গার ডে উপলক্ষে কলকাতায় ৩৫০০ মানুষের কাছে খাদ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের অন্যান রাজ্য ঝাড়খন্ড ও ওড়িশায় ৫৭০০ ফুড প্যাকেট পৌঁছে দেওয়া হবে।
এদিন সংস্থার কলকাতার ক্যামাক স্ট্রিটে নিজস্ব বিপনির সামনে থেকে ফুড ডেলিভারি গাড়িটির ফ্ল্যাগ অফ করে সূচনা করা হয়। এই বিষয়ে সংস্থার বিজনেস হেড অমিত রাও জানান, তপসিয়ায় নিজস্ব সংস্থার নিজস্ব রান্নার ব্যবস্থা রয়েছে যেখান থেকে কলকাতার বিভিন্ন জায়গায় খাওয়ার বিতরণ করা হয়। এই উদ্যোগ ছাড়াও পথশিশুদের পড়াশোনার জন্য বিশেষ স্কলারশিপের ব্যবস্থা ও ত্রাণ কার্য মূলক বিভিন্ন কর্মকান্ড করা হয় সংস্থার পক্ষ থেকে।
বর্তমানে ১৩টি দেশে সংস্থার ব্যবসা রয়েছে। তবে কলকাতায় নিজস্ব দুটি স্টোর রয়েছে। আগামীদিনে পরিকল্পনা রয়েছে রাজ্যে ব্যবসা সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে।
0 Comments