নিউজ ডেস্ক: লকডাউন আর যশ ঘূর্ণিঝরের প্রভাব এখনও রাজ্যবাসীর মনে বিরাজমান । এক প্রকার বলতে গেলে বিধ্বস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন।।
ঠিক সেই সময় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে, এগিয়ে এলেন দক্ষ ক্রীড়া প্রশাসক ও বিশিষ্ট সমাজ সেবক, দা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল কমিটির চেয়ারম্যান মাননীয় প্রদীপ দে মহাশয় । মাননীয় মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জী, জন নেতা অভিষেক ব্যানার্জী এবং পুরীর প্রধান পুরোহিত জগন্নাথ দ্বৈতাপতি - এর অনুপ্রেরণায় প্রদীপ দে মহাশয় ই উদ্যোগ গ্রহণ করেন।।
শুধু অসহায় মানুষকেই নয় বরং কোভিড ওয়ার্রিয়ার্সদের অর্থাৎ ডাক্তার, পুলিশ, সাফাই কর্মী প্রত্যেকের সহায়তার উদ্যেশেই তাদের হাতে তুলে দিয়েছেন খাবার । খাবার বন্টন বাদেও ১লা মে রক্তদান কর্মসূচী এবং তার কিছু দিন পরে জগন্নাথ ভান্ডার থেকে মাস্ক, স্যানিটাইজারও তুলে দিয়েছেন মানুষের হাতে ।
শুধু তাই নয়, তিনি মানুষের পাশে দাঁড়াতে, মানুষের সহায়তা করতে আম্বুলেন্স, অক্সিজেন, ওষুধ প্রভৃতি সব কিছুর ব্যবস্থাও করেছেন এবং ভবিষ্যতেও মানুষের সহায়তা হেতু আরো অনেক কাজ করতে চান বলে জানিয়েছেন ।
0 Comments