ভারতীয় রেলওয়ে মাল গোদাম শ্রমিক ইউনিয়ন (BRMGSU ) রেলের মাল ওয়াগন খালি ও ভর্তি করার কাজে নিযুক্ত থাকে। এদের জন্যই সেই বৃটিশ আমল থেকে রেল কর্তৃপক্ষ লাভের মুখ দেখে আসছে। কিন্ত এদের জন্য পেনশন , চিকিৎসা, শিশুদের জন্য শিক্ষা কিছুই করা হয়নি। BRMGSU এর সর্ব ভারতীয় সভাপতি ও বিখ্যাত সমাজ কর্মী পরিমল কান্তি মন্ডলের লক্ষ্য এদের উন্নয়ন করা ও সার্বিক উন্নতি সাধন করা। তিনি এদের জন্য আন্দোলন করে প্রায় দশ লক্ষ শ্রমিক কে এক ছাতার নিচে আনতে সক্ষম হন। ভারত সরকারের শ্রম মন্ত্রকের কাছ থেকে দাবী আদায়ের মাধ্যমে রেলওয়ে মাল গোদাম শ্রমিক দের জন্য " ই - শ্রম " পোর্টালে পেশা নির্দিষ্ট করতে পেরেছে। 12th March 2022 রেলের ও শ্রম মন্ত্রক যৌথ ভাবে সাংবাদিক সম্মেলন করে দিল্লী তে এই কথা ঘোষণা করা হয়। আগামী 15th ফেব্রুয়ারী কলকাতা তে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শ্রমিকদের জন্য যে 20 কোটি টাকার স্বাস্থ্য ও জীবন সুরক্ষা যোজনার রক্ষা কবচ ঘোষনা করা হবে।
0 Comments