প্রতিবছর দেশে বা বিদেশে বিভিন্ন কারণে মাইগ্রেন্ট ওয়াকার্স - দের
প্রবণতা ক্রমশ বাড়ছে। কিন্তু অনেক সময় সঠিক নিয়ম না জানায় তাদের প্রতারিত হতে হয় অথবা বিভিন্ন ধরণের সমস্যার সম্মুখীন হতে হয়। ফলে সেইসময় বেশির ভাগ ক্ষেত্রে সামান্য সহায়তাটুকু পাওয়া যায় না । আর এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশান(আইওএম)। বুধবার কলকাতার
নিতিকা ডন বস্কো টেক সোসাইটির উদ্যোগে এবং দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশান(আইওএম)- এর তত্ত্বাবধানে হয়ে গেল অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অভিবাসীদের
জন্য প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন ট্রেনিং - এর আয়োজন। যার নাম ট্রেনিং অফ ট্রেনার্স (টিওটি)।
এ সম্পর্কে ডন বস্কো
টেক সোসাইটি- র সিওও স্ট্যানলি জোন্স জানান, মাইগ্রেন্ট ওয়াকার্সরা
বিদেশে জীবনযাপন , সেখানকার কাজের অবস্থা, তাদের অধিকার, দায়িত্ব ইত্যাদি সম্পর্কে সচেতন নয়। তাদের এসমস্ত সম্পর্কে সঠিক ধরনা প্রদান করা আমাদের কর্তব্য। তাই আমরা সকল প্রকার মাইগ্রেন্টদের জন্য ৮ঘন্টা ফ্রি ট্রেনিং প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডন বস্কো টেক সোসাইটির রেকটার ফাদার রবিন গোমেজ, ন্যাশনাল প্রজেক্ট অফিসার, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন অমিত চৌধুরী ,প্রটেক্টর অফ ইমিগ্রেন্টস কল্যাণ কুমার হালদার, আইওএম ন্যাশনাল হেড সঞ্জয় অবস্থি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
0 Comments