নিজস্ব প্রতিনিধি, কলকাতা,আগস্ট,২০২৩:- সাহিত্য একাডেমির সহযোগিতায় পঁচাত্তর বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উইমেন্স ক্রিশ্চিয়ান কলেজে স্বাধীনতার পঁচাত্তর বছরের জাতীয় উদযাপন কালে অনুষ্ঠিত হল একদিনের জাতীয় আলোচনা চক্র " কট বিটুইন টাঙ্গস: রিসেন্ট ট্রেন্ডস ইন ইন্ডিয়ান ফিকশন ইন ইংলিশ"। ইংরেজি ভাষায় ভারতীয় কথাসাহিত্যের প্রবণতা সম্পর্কিত আলোচনা চক্রের পরিসরে সাহিত্য একাডেমির বই এর প্রদর্শনী দেখা আর কেনাকাটার সুযোগও ছিল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন বিশিষ্ট কবি ,অধ্যাপক সুবোধ সরকার। ইংরেজি সাহিত্যে প্রথম সাহিত্য একাডেমি পুরষ্কারপ্রাপক প্রখ্যাত কবি ও সাহিত্যিক শ্রী জয়ন্ত মহাপাত্রের প্রয়াণে শোকস্তব্ধ অনুরাগীবর্গ অনুষ্ঠানের সূচনা লগ্নে তাঁকে স্মরণ করে নীরবতা পালন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী দেবেন্দ্র কুমার দেবেশ , (প্রাদেশিক সম্পাদক, সাহিত্য একাডেমি), ডক্টর অজন্তা পল, ( লেখিকা, প্রিন্সিপাল, উইমেন্স ক্রিশ্চিয়ান কলেজ), শ্রী জি.জে. ভী. প্রসাদ, ( সাহিত্য একাডেমি পুরষ্কারপ্রাপ্ত প্রখ্যাত সাহিত্যিক এবং ইংরেজি ভাষা -সাহিত্যের প্রাক্তণ অধ্যাপক, জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি, দিল্লী) রেশমী নার্জারি,(সাহিত্য একাডেমি পুরষ্কার প্রাপ্ত সহিত্যিক)অধ্যাপক কুশল অ্যান্ড্রু বিশ্বাস (ইংরেজি ভাষার বিভাগীয় প্রধান, উইমেন্স ক্রিশ্চিয়ান কলেজ) এবং একাধিক প্রখ্যাত সাহিত্যিক ও অধ্যাপকবর্গ। ভারতীয় ইংরেজি কথাসাহিত্যের দ্বি - সাংস্কৃতিক প্রবাহ ও প্রবণতার নিরূপণে এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
0 Comments