Header Ads Widget

Responsive Advertisement

News Update ! নর্থ পয়েন্ট স্কুলে ছাত্র- ছাত্রীদের ভ্যাকসিন প্রক্রিয়া শুরু


নিউজ ডেস্ক, কলকাতা, জানুয়ারি,২০২২:-
করোনাবিধি বজায় রেখে রাজারহাটের নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি বোর্ডিং স্কুলে সম্পন্ন হল ভ্যাকসিন প্রক্রিয়া।পনেরো থেকে আঠারো বছর বয়সী ছাত্র-ছাত্রীরা এই সুবিধা গ্রহণ করার সুযোগ পেয়েছে।


এদিন বহু দূরদূরান্ত থেকে ছাত্র ছাত্রীরা তাদের অভিভাবকদের সঙ্গে এসেছে স্কুলে কোভ্যাক্সিন গ্রহণ করতে।সকলেই এখন সুস্থ রয়েছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওখানের পঞ্চায়েত প্রধান নীলামা মণ্ডল এবং স্কুলের চেয়ারম্যান মীনা শেঠী মন্ডল।মার্চ/এপ্রিল থেকেই শুরু হতে চলেছে সিবিএসসি বোর্ডের এই স্কুলের পরীক্ষা।



তাই ছাত্র ছাত্রীদের সুরক্ষার কথা ভেবেই এদিন প্রায় দুশো জনের জন্য টিকাকরণ এর ব্যবহার করা হয়েছিল।

Post a Comment

0 Comments