Header Ads Widget

Responsive Advertisement

NEWS A BANGLA ! মাদার টেরেসার জন্মদিন উপলক্ষ্যে পথ শিশুদের জন্য ইলিশ উৎসব


নিজস্ব প্রতিবেদক, কলকাতা :-
পথশিশুদের পাতে পড়ল ইলিশ। কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন সংগঠনের পক্ষ থেকে শনিবার কলেজস্কোয়ারে প্রায় ২০০ জন পথশিশু এদিন ইলিশ উৎসবে শামিল হল।


এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎসমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, তৃণমূল নেতা ও প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সী, তৃণমূল নেত্রী স্মিতা বক্সি, ৪০ নং ওয়ার্ডের কাউন্সিলর সুপর্ণা দত্ত, সংগঠনের সম্পাদক অচিন্ত্য কুমার লাহা, সংগঠনের সহ সভাপতি জয় মিত্র।



এদিন মন্ত্রী জানান, রাজ্য সরকারের উদ্যোগে ছোট ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে। ফলে বর্ষার মরশুমে ইলিশের জোগান বেড়েছে। দাম কিছুটা নাগালের মধ্যেও রয়েছে। একইসঙ্গে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি।



এই উদ্যোগ সম্পর্কে সংগঠনের সম্পাদক জানান, কলকাতা পুরসভার ৪০ নং ওয়ার্ডে প্রথম এমন উদ্যোগ নেওয়া হল। আগামীদিনে শহরের বিভিন্ন জায়গায় এমন উদ্যোগ ছড়িয়ে পড়ুক।

Post a Comment

0 Comments