Header Ads Widget

Responsive Advertisement

NB NEWS UPDATE ! মাইকেল বসুর উদ্যোগে চিত্র প্রদর্শনী একাডেমী অফ ফাইন আর্টসে


নিউজ ডেস্ক,কলকাতা,জানুয়ারি,২০২২:-
একাডেমী অফ ফাইন আর্টসে শুরু হয়েছে এক বিশেষ চিত্র প্রদর্শনী।৮ ই জানুয়ারি থেকে প্রদর্শনীটি চলবে ১৪ ই জানুয়ারি পর্যন্ত।দুজন শিল্পীর আঁকা মোট পঁচিশটি ছবি রয়েছে এই প্রদর্শনীতে।


প্রদর্শনীটির উদ্যোক্তা হলেন মাইকেল বসু।মাইকেলের কথায়,মাত্র ছয় বছর বয়সে মনের তারোনাতেই প্রথম ছবি আঁকা শুরু করেছেন তিনি।ছবি আঁকা তিনি প্রথম শিখেছিলেন চিত্রশিল্পী প্রকাশ কর্মকারের কাছে।পরবর্তী সময় বিজন চৌধুরী এবং সমীর আইচের কাছে ছবি আঁকা শিখেছেন মাইকেল বাবু।



তিরিশ বছর ধরে একটা করে ছবির সিরিজ তিনি করছেন বিভিন্ন জায়গায়।তাঁর আঁকা প্রতিটি ছবির মূল্য পঞ্চাশ হাজার টাকা।মানুষ যে ভুল করছে,সেই ভুল যাতে পরবর্তী সময়  আর না করে অর্থাৎ  
মানুষের জীবনধারা পরিবর্তন করাই হল এই চিত্র প্রদর্শনীর মূল উদ্দেশ্য।

Post a Comment

0 Comments