নিউজ ডেস্ক, কলকাতা, জানুয়ারি,২০২২:-ফ্যাশন ডিজাইনার ইরানি মিত্রর স্টুডিওতে লঞ্চ হয়ে গেল নতুন বছরের ক্যালেন্ডার এবং ডায়েরি।ইরানির কালেকশন গুলির মধ্যে সব থেকে বেশি চাহিদা হল ইন্দ ওয়েস্টার্ন শাড়ি।তাই নতুন ক্যালেন্ডারের প্রতিটি পাতায় উঠে এসেছে ইন্দ ওয়েস্টার্ন শাড়ির ক্ষুদ্র ইতিহাস।
এছাড়া ও ক্যালেন্ডারের প্রতিটি পাতায় রয়েছে ইরানির লড়াইয়ের মুহূর্ত গুলি।দুদিন সময় লেগেছে ক্যালেন্ডারটি শ্যুট শেষ করতে।ডায়েরির প্রতিটি পাতায় মডেলদের ছবির পাশাপাশি বিভিন্ন সাইজের ক্যালেন্ডারে উঠে এসেছে অনেক অজানা ইতিহাস।
ক্যালেন্ডার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার,দেবিকা মুখোপাধ্যায়, রেশমি মিত্র,সোমা লাহিড়ী,চিকিৎসক আরাত্রিকা দাস।২০০৮ এর ৩১ ডিসেম্বর বিড়লা সভাঘরে ঊনিশ কুড়ি ম্যাগাজিনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে প্রথম ইরানি মিত্রর ইন্দ ওয়েস্টার্ন শাড়ি প্রদর্শীত হয়।
আজ প্রায় বারো বছর হয়ে গেলেও সেই জনপ্রিয়তা এতটুকু ও কমেনি।তাই সেই প্রসঙ্গে কথা বলতে বলতে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়লেন ইরানি।ইরানির তৈরি পোশাক পরে বেজায় খুশি ইন্দ্রানী ও।দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ইন্দ্রানীর পরা উইন্টার কালেকশন,যা তৈরি করেছেন ইরানি মিত্র।
0 Comments