Header Ads Widget

Responsive Advertisement

NB News Update ! ৩৯ বছরে পদার্পণ করল ভিয়েনা ক্লাবের সরস্বতী পূজা


নিউজ ডেস্ক, কলকাতা, জানুয়ারি ২০২২:-
সামনেই সরস্বতী পূজো।আর সরস্বতী পুজো মানেই মনে পড়ে যায় ছোটবেলার সেই স্কুলের দিনগুলো।সরস্বতী পুজো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাড়ার ক্লাব এমনকি পাড়ায় পাড়ায় এই পুজো অনুষ্ঠিত হয়। সব ক্লাবের মত ভিয়েনা ক্লাবেও প্রত্যেক বছরের ন্যায় এবছরেও তাদের পুজো অনুষ্ঠিত হচ্ছে।


এবছর ভিয়েনা ক্লাব ৩৯ বছরে পদার্পণ করলো। আর এবছর তারা একটু অন্য ধরনের পুজো পালন করছে। এবছর পুজোর সাথে সাথে তারা একটি ফটোগ্রাফি প্রদর্শনীর আয়োজন করেছে যেটা বিশিষ্ট চিত্রসাংবাদিক রনি রায়ের ক্যামেরায় তোলা। বিশিষ্ট চিত্রসাংবাদিক রনি রায়ের স্মরণেই এই চিত্র প্রদর্শনী করা হচ্ছে।


এছাড়াও থাকছে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলা এবং অনুষ্ঠান। ভিয়েনা ক্লাবে সরস্বতী পুজোর উদ্বোধন ৩রা ফেব্রুয়ারি আর প্রতিমা বিসর্জন হবে ৭ই ফেব্রুয়ারি। বিভিন্ন অনুষ্ঠানে সজ্জিত এই সরস্বতী পুজো শুভ উদ্বোধন করতে উপস্থিত থাকছেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত,বামাখ্যাপা সিরিয়াল খ্যাত সব্যসাচী চৌধুরী,এমএলএ বিবেক গুপ্তা,মিনিস্টার শশী পাঁজা ছাড়াও আরো অনেকে।

Post a Comment

0 Comments