Digital Desk :- ভালোবাসার মাস ফেব্রুয়ারি।ফেব্রুয়ারি মানেই ভ্যালেন্টাইনস ডে অথবা সরস্বতী পুজো।আর সরস্বতী পুজো মানেই তো বাঙালির ভ্যালেন্টাইনস ডে।তাই এই মাসটি খুবই স্পেশ্যাল ইয়াং জেনারেশনের কাছে।সেই ভাবনা থেকেই ফ্যাশন ডিজাইনার ইরানি মিত্র নিয়ে এসেছে তাঁর নতুন উদ্যোগ।প্রতিবারই ইরানি তাঁর তৈরি পোশাক গুলি মডেলের মাধ্যমে ফটোশ্যুট করে জনসাধারণের মধ্যে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করেন।
কিন্তু এবার তাঁর ইউটিউব চ্যানেল ডিজাইনিং লাইভের মাধ্যমে নিয়ে এসেছেন নতুন উদ্যোগ।যেখানে রয়েছে তিরিশ মিনিট থেকে ঘন্টা খানেক সময়ের মধ্যে ছোটো ছোটো গল্প।সেই গল্পের চরিত্ররা বিভিন্ন পোশাকের মাধ্যমে তাদের অভিনয়কে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছেন।অভিনয়ের সঙ্গে রয়েছে ইরানির পছন্দের দুটি গানও।এই গল্পটি যখনই সবাই দেখবেন,তখন তারা নিজেদের সঙ্গে যে চরিত্রের মিল খুঁজে পাবেন,সেই মতোই পোশাক সিলেক্ট করে অর্ডার দিতে পারবেন নিজের জন্য।
ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া গল্পটি ইরানির তৃতীয় গল্প।এর আগে দুটি গল্পের শ্যুট করেছেন তিনি।এরমধ্যে প্রথম গল্পে ইরানি ফুটিয়ে তুলেছিলেন ভিক্টরিয়া সহ পুরোনো কলকাতার চিত্র।দ্বিতীয়টিতে ছিল দুর্গাপুজোর দৃশ্য।আর তৃতীয়টি যেহেতু ফেব্রুয়ারিতে করা,তাই ভালোবাসার গল্প সকলের কাছে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করেছেন।সবমিলিয়ে একটা কথা বলাই যায়,ইরানি তাঁর তৈরি ফ্যাশনকে বিনোদন জগতে পৌঁছিয়ে দিয়ে সুন্দর একটা মেলবন্ধন তৈরির চেষ্টা করেছেন।যারা তাঁর তৈরি পোশাক নিতে আগ্রহী নন,তারাও কিন্তু ইরানির গল্পের কোনও না কোনও চরিত্রের মধ্যে নিজেকে খুঁজে পেয়ে বিনোদন পাবেন।
0 Comments