দেবারতি ঘোষ: টলিপাড়ায় ফের শোকের ছায়া।প্রয়াত বিশিষ্ট অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। বয়স হয়েছিল ৫৮ বছর।বুধবার রাতে শ্যুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন অভিষেক।এরপর রাত ১.৪০ নাগাদ প্রিন্স আনোয়ার শাহ রোডে নিজের ফ্ল্যাটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।বুধবার রাতে একটি চ্যানেলের শ্যুটিং চলা কালীনই অসুস্থতা বোধ করেন তিনি।
এরপর বাড়াবাড়ি হলে অসুস্থ অবস্থাতেই বাড়ি ফিরে আসেন। রাতে বাড়িতেই শুরু হয় চিকিৎসা। স্যালাইনও দেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হল না। চিকিৎসকদের হাতে বেশি সময় না দিয়েই চলে গেলেন তিনি।তাঁর প্রয়াণে বাংলা বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া।
১৯৮৫ তে পরিচালক তরুণ মজুমদারের ছবি ‘পথ ভোলা’ দিয়ে পথ চলা শুরু।প্রথম ছবিতেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি।এরপর গোটা নব্বই দশক জুড়ে একের পর এক সেরার সেরা চলচ্চিত্র উপহার দিয়েছেন অনুরাগীদের।
তাঁর শেষ অভিনীত ধারাবাহিক হল খড়কুটো।গুনগুনের বাবা তথা ডঃ কৌশিক বসুর চরিত্রে এক টানা অভিনয় করে গেছেন তিনি।এর আগে কাজ করেছেন ঋতুপর্ণ ঘোষ, অঞ্জন চৌধুরী ও একাধিক প্রথম সারির পরিচালকের ছবিতে।
তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলি হল, ‘দহন’, ‘বাড়িওয়ালি’, ‘মধুর মিলন’ , ‘মায়ের আঁচল’, ‘আলো’ ও ‘নীলাচলে কিরীটি’। টেলিভিশনেও সমানতালে কাজ করে গেছেন তিনি।অভিনয় করেছেন ‘পিতা’, ‘ইচ্ছেনদী’, ‘অপুর সংসার, ‘কুসুম দোলা’, ‘অন্দরমহল’, ‘ফাগুন বউ’, ‘খড়কুটো’র মতো ধারাবাহিকে।বড়পর্দায় অভিষেকের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'বাজি'।
অংশুমান প্রত্যুষ পরিচালিত এই ছবি মুক্তি পেয়েছিল গত বছর পুজোতে।মিঠু দা অর্থাৎ অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া।
0 Comments