নিউজ ডেস্ক:করোনার দাপট কাটিয়ে প্রায় দু-বছর পর আয়োজিত হল "কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২২"। ২৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ অবধি সল্টলেক সেন্ট্রাল পার্কের মাঠে চলবে এই বই সমাগম উৎসব।
সেই মেলারই প্রথমদিন ৩০১ নং স্টলে উদ্বোধন হল Ebooklist Publishers এর প্রথম বই 'খনা'।
সেই শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন বইটির প্রকাশক শ্রী প্রসেনজিৎ... , বইটির সম্পাদক ও বিশিষ্ট লেখক শ্রী অভীক পোদ্দার, এবং বইটির সহ লেখক অভিষেক দত্ত, স্নিগ্ধা ঘোষ, তথাগত দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়াও, উপস্থিত ছিলেন শ্রী চিন্ময় ঘোষ, শিবনাথ মন্ডল, শ্রী সুব্রত দাস, শ্রীমতি পিয়াশা..., শ্রী রাধেশ্যাম..., শ্রী সায়ক..., শ্রী নয়ন..., শ্রী সৌরভ..., শ্রী রবীন দা..., শ্রী জয় সাহা, শ্রী অতনু সোম, শ্রী চয়ন মন্ডল সহ বহু নামকরা প্রকাশক ও শুভানুধ্যায়ীরা।
অতিলৌকিক ঘরানার এই আখ্যান ইতিমধ্যেই অসংখ্য পাঠক আপন করে নিয়েছেন। আশা রাখি, এভাবেই ছড়িয়ে যাবে এই বই "খনা"।
0 Comments