Header Ads Widget

Responsive Advertisement

News Update ! চব্বিশ বছরের যাত্রাপথে নতুন সংযোজন "তাহাদের কথা"


নিউজ ডেস্ক,কলকাতা,মার্চ,২০২২:-
 চব্বিশ বছরের সুদীর্ঘ যাত্রাপথে এবারের নতুন সংযোজন - 'তাহাদের কথা'।
এবারে সচেতনভাবে গ্রন্থনির্মাণে সচেষ্ট হয়েছে 'তাঁতঘর'। ২০২২ সালের কলকাতা বইমেলায় তাঁতঘর প্রকাশিত গ্রন্থগুলি :

১. 'সে কাব্য অনেক' ; জয় গোস্বামীর সূর্য পোড়া ছাই (সম্পাদনা - অরূপ আস)
২. 'কাবাডি কাবাডি' ; চিরঞ্জীব (সম্পাদনা - মাল্যবান আস)
৩. 'প্রসঙ্গ - গিরিশ কারনাড' (ভূমিকা - বাদল সরকার, লিখন ও সম্পাদনা - সুদেব সিংহ)
৪. 'নীরবতার অনুবাদ' (কবি - শীর্ষেন্দু পাল)
৫. 'জলেরও ভাষা আছে' (কবি - শ্যামলী রক্ষিত)

এছাড়াও তাঁতঘরের উল্লেখযোগ্য সংখ্যাগুলি :
১. পালাসম্রাট ব্রজেন্দ্রকুমার দে বিশেষ সংখ্যা
২. বিশেষ সংগীত সংখ্যা ২০১৬
৩. মিউজিক থেরাপি বিশেষ সংখ্যা
৪. বিশেষ সংখ্যা বাঁশি
৫. রবিশংকর বল বিশেষ সংখ্যা
৬. বিশেষ সংখ্যা বুদ্ধদেব বসুর কাব্যনাট্য
৭. নির্বাচিত কবিতা সংকলন

কিছু কবিতার বই :

১. জি জন্মান্তরীন এই আলপথে (কবি - চন্দ্রনাঠ শেঠ)
২. উপগ্রহের ডাকবাক্স (কবি - সুব্রত মিত্র রাণা)
৩. গৃহপালিত (কবি - অরূপ আস)

৪৫ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় লিটল ম্যাগাজিন প্যাভেলিয়নে ১৮৫ নং টেবিলে (১ নং গেট দিয়ে ঢুকে) তাঁতঘর আছে তাদের সংখ্যা ও বইপত্রের সম্ভার নিয়ে। এছাড়াও তাঁতঘর প্রকাশিত বইগুলি পাওয়া যাচ্ছে :
১. পত্রলেখা (স্টল - ৫২৪)
২. রাবণ (স্টল - ৩১৩)
৩. দক্ষিণের বারান্দা (স্টল - ৩২০)
৪. পার্চমেন্ট (স্টল - ৫৪৩)
৫. প্রেস ক্লাব কলকাতা

Post a Comment

0 Comments